বঙ্গভঙ্গ ও স্বদেশি আন্দোলন

বঙ্গভঙ্গ ও স্বদেশি আন্দোলন
বাংলা প্রদেশ বা বেঙ্গল প্রেসিডেন্সি কোন কোন প্রদেশ নিয়ে গঠিত ছিল?
উত্তর: পূর্ব বাংলা, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ ও আসামের কিছু অংশ নিয়ে।

অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর কে ছিলেন?
উত্তর: স্যার এফ বারোজ।

বঙ্গভঙ্গের পরিকল্পনা গৃহীত হয় কত সালে?
উত্তর: ১৯০৩ সালে।

বঙ্গভঙ্গের পরিকল্পনা প্রকাশিত হয় কত সালে?
উত্তর: ১৯০৫ সালের জুলাই মাসে।

বঙ্গভঙ্গ কত সালে সংঘটিত হয়?
উত্তর: ১৬ অক্টোবর, ১৯০৫ সালে।

পূর্ববঙ্গ ও আসাম কোন কোন প্রদেশ নিয়ে সৃষ্টি হয়?
উত্তর: ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা, মালদাহ নিয়ে।

পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী কোথায় ছিল?
উত্তর: ঢাকা।

ব্রিটিশ শাসন আমলে কত সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়?
উত্তর: ১৯০৫ সালে।

নবগঠিত পূর্ববঙ্গ প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন?
উত্তর: ব্যামফিল্ড ফুলার।

বাংলা প্রদেশ কোন কোন এলাকা নিয়ে সৃষ্টি হয়?
উত্তর: পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে।

বাংলা প্রদেশের রাজধানী কোথায় ছিল?
উত্তর: কলকাতা।

বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইরস কে ছিলেন?
উত্তর: লর্ড কার্জন।

বঙ্গভঙ্গের সময় পশ্চিমবঙ্গ প্রদেশের গভর্নর কে ছিলেন?
উত্তর: লর্ড কার্জন।

ব্রিটিশ ভারতের কোন ভাইরস বাংলা ভাগ করেন?
উত্তর: লর্ড কার্জন।

বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট বাংলার গভর্নর হন কে?
উত্তর: স্যার ব্যামফিল্ড ফুলার।

বঙ্গবঙ্গ করেন কে?
উত্তর: লর্ড কার্জন।

লর্ড কার্জন কত সালে বঙ্গবঙ্গ করেন?
উত্তর: ১৬ অক্টোবর, ১৯০৫।

বঙ্গভঙ্গ রদে রাখীবন্ধনের পরামর্শ দেন কে?
উত্তর: কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর।

পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় ছিলেন কারা?
উত্তর: মুসলিম।

বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেন কারা?
উত্তর: হিন্দু সম্প্রদায়।

বঙ্গভঙ্গের প্রতিবাদে কোন আন্দোলন গড়ে উঠে?
উত্তর: স্বদেশি আন্দোলন।

স্বদেশি আন্দোলন কত সালে হয়?
উত্তর: ১৯০৬ সালে।

বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশি আন্দোলনের নেতৃত্ব দান করেন কে?
উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

বিলাতি পণ্য বর্জন ও স্বদেশি পণ্য গ্রহণ কোন আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল?
উত্তর: স্বদেশি আন্দোলনের।

বয়কট আন্দোলনের অপর নাম কি?
উত্তর: স্বদেশি আন্দোলনের।

স্বদেশি আন্দোলন পরবর্তীতে কোন আন্দোলনে রূপ নেয়?
উত্তর: রাজনৈতিক আন্দোলনে।

‘পরোনা রেশমী চুড়ি, বঙ্গনারী, কভু হাতে আর পরো না’- স্বদেশি আন্দোলনের সময় গানটি কে গাইতেন?
উত্তর: মুকুন্দ দাস।

রবীন্দ্রনাথ ঠাকুর ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গানটি কখন রচনা করেন?
উত্তর: বঙ্গভঙ্গের সময়।

বঙ্গভঙ্গের সমর্থনের জন্য বাংলার মুসলমানদের সংগঠিত করেন কে?
উত্তর: নবাব সলিমুল্লাহ।

বঙ্গভঙ্গের সময় পরিচালিত সন্ত্রাসবাদী আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তর: অরবিন্দু ঘোষ।

বঙ্গভঙ্গ রদ করার সুপারিশ করেন কে?
উত্তর: ভাইরস লর্ড হার্ডিঞ্জ।

বঙ্গভঙ্গ রদ করেন কে?
উত্তর: রাজা পঞ্চম জর্জ। 

বঙ্গভঙ্গ রদ হয় কত সালে?
উত্তর: ১২ ডিসেম্বর, ১৯১১ সালে।

বঙ্গভঙ্গকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেন কে?
উত্তর: সুরেন্দ্রনাথ ব্যানার্জি।

ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয় কত সালে?
উত্তর: ১৯১২ সালে।