বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন

বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলন
বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সময়কাল কত?
উত্তর: ১৯১১-১৯৩০ সাল।

সশস্ত্র বিপ্লবী আন্দোলন আত্মপ্রকাশ করে কিভাবে?
উত্তর: ১৯০৮ সালে ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে ক্ষুদিরাম বোমা হামলার মাধ্যমে হত্যা করার মধ্য দিয়ে।

ক্ষুদিরামকে কেন ফাঁসি দেওয়া হয়েছিল?
উত্তর: ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার অপরাধে।

ঢাকার অনুশীলন সমিতির প্রধান সংগঠক কে ছিলেন?
উত্তর: পুলিন বিহারী দাস।

বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের জন্য বোমা তৈরি থেকে সব ধরনের অস্ত্র সংগ্রহে জড়িত ছিল কোন সংগঠনটি?
উত্তর: ঢাকার অনুশীলন সমিতি।

লর্ড হার্ডিংকে হত্যার পরিকল্পনা করেন কে?
উত্তর: বিপ্লবী রাসবিহারী বসু।

বিপ্লবী রাসবিহারী বসুকে ধরার জন্য ইংরেজ সরকার কত টাকা পুরস্কার ঘোষণা করেন?
উত্তর: এক লক্ষ টাকা।

বাংলার সশস্ত্র বিপ্লব পরিচালনার জন্য জার্মানির কাছ থেকে অস্ত্র সংগ্রহের পরিকল্পনা করেন কারা?
উত্তর: বাঘা যতীন, ডা. যদুগোপাল মুখোপাধ্যায়, নরেন্দ্রনাথ ভট্টাচার্য প্রমুখ।

অত্যাচারী পুলিশদের হত্যার আহবান জানিয়ে কোন প্রচারপত্রটি প্রকাশ করা হয়?
উত্তর: লালবাংলা।

ইংরেজ সরকার বেঙ্গল অর্ডিন্যান্স জারি করেন কত সালে?
উত্তর: ১৯২৪ সালে।

মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন কত সালে?
উত্তর: ১৯৩০ সালে।

মাস্টারদা সূর্য সেন:

মাস্টারদা সূর্য সেনের বাড়ি কোন জেলায়?
উত্তর: চট্টগ্রাম।

মাস্টারদা সূর্য সেন কোন স্কুলে শিক্ষকতা করতেন?
উত্তর: উমাতারা উচ্চ ইংরেজি বিদ্যালয়ে।

মাস্টারদা সূর্য সেন কাদের সহায়তায় বিপ্লবী সংগঠন গড়ে তুলেন?
উত্তর: অম্বিকা চক্রবর্তী, অনুরূপ সেন, নগেন সেন প্রমুখের সহায়তায়।

সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি?
উত্তর: ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। এর চট্টগ্রাম শাখার নাম ছিল চট্টগ্রাম বিপ্লবী বাহিনী যা পরিবর্তন করে চিটাগাং রিপাবলিকান আর্মি রাখা হয়।

ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: মাস্টারদা সূর্য সেন।

ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির চট্টগ্রাম শাখার নাম কি?
উত্তর: চট্টগ্রাম বিপ্লবী বাহিনী বা চিটাগাং রিপাবলিকান আর্মি।

স্বাধীন চিটাগাং সরকার ঘোষণা করেন কোন সংগঠন?
উত্তর: চিটাগাং রিপাবলিকান আর্মি।

চট্টগ্রাম অস্ত্রাগার লুট করা হয় কবে?
উত্তর: ১৯৩০ সালের ১৮ই এপ্রিল রাতে।

চট্টগ্রাম অস্ত্রাগার লুটে কতজন বিপ্লবী অংশ গ্রহণ করেন?
উত্তর: ৬৫ জন।

চট্টগ্রাম অস্ত্রাগার লুটের নেতৃত্বে কে ছিলেন?
উত্তর: মাস্টারদা সূর্য সেন।

চট্টগ্রাম রিপাবলিকান আর্মির সাথে ইংরেজদের যুদ্ধ হয় কত তারিখ?
উত্তর: ২২ এপ্রিল, ১৯৩০।

সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রামের কোন পাহাড়ে ব্রিটিশ বিরোধী যুদ্ধ হয়?
উত্তর: জালালাবাদ পাহাড়ে।

সূর্য সেনের বাহিনীর অন্যতম নারী সদস্য ছিল?
উত্তর: কল্পনা দত্ত ও প্রীতিলতা ওয়াদ্দেদার।

চট্টগ্রাম পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ কার নেতৃত্বে করা হয়?
উত্তর: প্রীতিলতা ওয়াদ্দেদার।

প্রীতিলতার নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করা হয় কবে?
উত্তর: ২৪ সেপ্টেম্বর, ১৯৩২।

ব্রিটিশ বাহিনীর কাছে ধরা পরার আগে বিষ পানে আত্মহত্যা করেন কে?
উত্তর: প্রীতিলতা ওয়াদ্দেদার।

মাস্টারদা সূর্য সেন কত সালে গ্রেফতার হন?
উত্তর: ১৯৩৩ সালে।

চট্টগ্রাম পল্টন ময়দানে ইংরেজদের ক্রিকেট খেলার আয়োজনে সশস্ত্র আক্রমণ চালানো হয় কত তারিখ?
উত্তর: ৭ জানুয়ারি, ১৯৩৪ সালে।

মাস্টারদা সূর্য সেনের ফাঁসি কার্যকর করা হয় কবে?
উত্তর: ১২ জানুয়ারি, ১৯৩৪ সালে।

মাস্টারদা সূর্যসেনের ফাঁসি দিবস কবে?
উত্তর: ১২ জানুয়ারি।

মানিকতলা বোমা তৈরীর কারখানা স্থাপন করেন কে?
উত্তর: বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত।

‘চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন’ নামে চলচিত্রটি কত সালে নির্মান করা হয়?
উত্তর: ১৯৪৯ সালে।

‘একবার বিদায় দে মা ঘুরে আসি’-গানটির লেখক ও গীতিকার কে?
উত্তর: গানটির লেখক পীতাম্বর দাস মতান্তর মুকুন্দ দাস। সুরকার পীতাম্বর দাস।