স্বরাজ দল ও বেঙ্গল প্যাক্ট

স্বরাজ দল ও বেঙ্গল প্যাক্ট
স্বরাজ দল কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ৩১ ডিসেম্বর, ১৯২২ সালে।

স্বরাজ দলের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: চিত্তরঞ্জন দাশ ও মতিলাল নেহেরু।

স্বরাজ দলের সভাপতি কে ছিলেন?
উত্তর: চিত্তরঞ্জন দাশ।

অসহযোগ আন্দোলনের ধারা বর্জন করেন কারা?
উত্তর: স্বরাজ দলের নেতারা।

বাংলার কোন কোন বিপ্লবী নেতা স্বরাজ দলে যুগ দেন?
উত্তর: নেতাজি সুভাষচন্দ্র বসু, হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রমুখ।

স্বরাজ দল গঠনের উদ্দেশ্য কি ছিল?
উত্তর: অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হলে পরবর্তী সংকটময় মূহুর্তে আন্দোলনের নতুন কর্মসূচি প্রদান।

স্বরাজ দলের কর্মসূচি কি ছিল?
উত্তর: 
• আইনসভায় প্রবেশ করা ও সরকারি কর্মকান্ডের বিরোধিতা করা।
• ১৯১৯ সালের সংস্কার আইন অকার্যকর করে দেওয়া।
• বাজেট প্রত্যাখ্যান করা।
• মন্ত্রীসভার পতন ঘটানো।
• বিভিন্ন প্রস্তাব ও বিল উপস্থাপনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী চেতনা ও কর্মকান্ডকে জোরদার করা।
• বিদেশি শাসনকে অসম্ভব করে তোলা।

বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি:

কোন চুক্তি কে হিন্দু-মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের দলিল বলা হয়?
উত্তর: বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি।

কত সালে বেঙ্গল প্যাক্ট চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৬ ডিসেম্বর, ১৯২৩ সালে।

স্বরাজ পার্টির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে কোন চুক্তি ভূমিকা রাখেন?
উত্তর: বেঙ্গল প্যাক্ট।

কোলকাতার ডেপুটি মেয়র নির্বাচিত হয় কে?
উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

বেঙ্গল প্যাক্টের বিরোধিতা করেন কারা?
উত্তর: গান্ধিজীর সমর্থক, কংগ্রেস দল ও স্বরাজ দল বিরোধী হিন্দু গোষ্ঠী।

চিত্তরঞ্জন দাস মৃত্যুবরণ করেন কত সালে?
উত্তর: ১৬ জুন, ১৯২৫ সালে।

হিন্দু-মুসলমান দাঙ্গা হয় কত সালে?
উত্তর: ১৯২৬ সালে।