সৈয়দ আমীর আলীর জীবন ও কর্ম

সৈয়দ আমীর আলীর জীবন ও কর্ম
বাংলার মুসলমান সমাজের নবজাগরণে সবচেয়ে শুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কে?
উত্তর: সৈয়দ আমীর আলী।

সৈয়দ আমীর আলী কত সালে ও কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ৬ই এপ্রিল, ১৮৪৯ সালে হুগলী জেলায়।

সৈয়দ আমীর আলী ব্যারিস্টারি পাশ করেন কোথায় থেকে?
উত্তর: লন্ডনের লিংকন্স ইন থেকে।

সৈয়দ আমীর আলী কলকাতা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন কত সালে?
উত্তর: ১৮৯০ সালে।

বাংলা তথা ভারতের প্রথম মুসলিম নেতা কে?
উত্তর: সৈয়দ আমীর আলী।

সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন নামে সমিতি গঠন করেন কে?
উত্তর: সৈয়দ আমীর আলী ১৮৭৭ সালে।

লন্ডনে ব্রিটিশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠার উদ্যোক্তা কে ছিলেন?
উত্তর: সৈয়দ আমীর আলী।

The Spirit of Islam গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: সৈয়দ আমীর আলী।

A short History of the Saracens বইটি কার লেখা?
উত্তর: সৈয়দ আমীর আলীর।

সৈয়দ আমীর আলী কত সালে মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন?
উত্তর: ১৯১২ সালে।

সৈয়দ আমীর আলী কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ৩রা আগস্ট, ১৯২৮।