রাওলাট আইন ও জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড

রাওলাট আইন ও জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড
রাওলাট আইন প্রণয়ন করা হয় কবে?
উত্তর: ১৮ই মার্চ, ১৯১৯ সালে।

রাওলাট কমিটির সভাপতি কে ছিলেন?
উত্তর: লর্ড চেমসফোর্ড।

কোন আইন প্রণয়নের মাধ্যমে ব্রিটিশ সরকার জনগণের স্বাধীনতা ও অধিকার হরণ করেন?
উত্তর: রাওলাট আইন।

সরকার বিরোধী যে কোনো প্রচারকার্যকে দন্ডনীয় অপরাধ বলে চিহ্নিত করা হয় কোন আইনের মাধ্যমে?
উত্তর: রাওলাট আইনের।

কোন আইন কালাকানুন নামে পরিচিত?
উত্তর: রাওলাট আইন।

রাওলাট কমিশনের অপর নাম কি?​
উত্তর: ব্ল্যাক অ্যাক্ট।

রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল?
উত্তর: 
• ভারতের জাতীয়তাবাদী আন্দোলন দমন করা। 
• জনগণের স্বাধীনতা ও অধিকার হরণ করা। 
• সরকার বিরোধী যে-কোনো প্রচারকার্যকে দন্ডনীয় অপরাধ বলে চিহ্নিত করা।
• কোনো সাক্ষ্য ও প্রমাণ ছাড়াই যেকোনো সন্দেহভাজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার।
• যতদিন খুশি আটক রাখার অবাধ ক্ষমতা।
• সরকারকে ঘরবাড়ি তল্লাশির অধিকার প্রদান।
• ভারতীয়দের ন্যায়বিচার লাভের অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া।

জালিয়ানওয়ালাবাগ কোথায় অবস্থিত? 
উত্তর: পাঞ্জাবের অমৃতসরে। 

জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড হয়েছিল কত সালে?
উত্তর: ১৩ এপ্রিল, ১৯১৯ সালে।

জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড ঘটানো হয় কার নির্দেশে?
উত্তর: জেনারেল ডায়ারের নির্দেশে।

জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডে কত রাউন্ড গুলি চালানো হয়?
উত্তর: ১৬৫০ রাউন্ড।

জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের কারণ কি?
উত্তর: শিখ তীর্থযাত্রীদের সাথে অহিংস আন্দোলের প্রতিবাদকারীদের জড়ো হওয়া।

জালিয়ানওয়ালাবাগে কতজন বিদ্রোহীকে হত্যা করা হয়?
উত্তর: প্রায় ১০০০ জন। ভারতের করা তদন্ত অনুসারে।

ব্রিটিশ সরাকরের তদন্ত রিপোর্ট অনুসারে জালিয়ানওয়ালাবাগে কত জন নিহত হন?
উত্তর: ৩৭৯ জন।

জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডকে ‘কসাইখানার গণহত্যার' বলেন কে?
উত্তর: কংগ্রেস নেতা সি.এফ.এন্ডুজ।

রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি পান কত সালে?
উত্তর: ১৯১৮ সালে।

রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কেন?
উত্তর: জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদে। 

শিখদের পবিত্র স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত?
উত্তর: অমৃতসর।