অখন্ড স্বাধীন বাংলা প্রস্তাব ও বসু-সোহরাওয়ার্দী চুক্তি
April 25, 2021
1
অখন্ড বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: শেরে বাংলা এ কে ফজলুল হক।
অখন্ড স্বাধীন বাংলার প্রস্তাব উত্থাপন করেন কে?
উত্তর: বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
অখন্ড স্বাধীন বাংলা গঠনে প্রস্তাবক কে ছিলেন?
উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
অখন্ড স্বাধীন বাংলা প্রস্তাবের পক্ষে স্বাক্ষর করেন কংগ্রেসের কোন নেতা?
উত্তর: শরৎচন্দ্র বসু।
অখন্ড স্বাধীন বাংলার প্রস্তাব উত্থাপন করা হয় কত সালে?
উত্তর: ২৭ এপ্রিল, ১৯৪৭।
অখন্ড স্বাধীন বাংলাকে ‘সোস্যালিস্ট রিপালিক’ হিসেবে গড়ে তুলার প্রস্তাব করেন কে?
উত্তর: শরৎচন্দ্র বসু।
অখন্ড স্বাধীন বাংলার পক্ষে বসু-সোহরাওয়ার্দী চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
উত্তর: ২০ শে মে, ১৯৪৭।
বসু-সোহরাওয়ার্দী চুক্তিতে মুসলিম লীগের পক্ষে স্বাক্ষর করেন কে?
উত্তর: আবুল হাশিম।
বসু-সোহরাওয়ার্দী চুক্তিতে কংগ্রেসের পক্ষে স্বাক্ষর করেন কে?
উত্তর: শরৎচন্দ্র বসু।
বসু-সোহরাওয়ার্দী চুক্তির উদ্দেশ্য কি ছিল?
উত্তর:
• বাংলা হবে স্বাধীন ও সার্বভৌম।
• হিন্দু ও মুসলমানদের সংখ্যা অনুসারে আসন বন্টন ও প্রাপ্ত বয়সকদের ভোটে আইনসভা নির্বাচন হবে।
• স্বাধীন বাংলা প্রস্তাব গৃহীত হলে বাংলার বর্তমান মন্ত্রীসভা ভেঙ্গে দেওয়া হবে। পরিবর্তে অন্তর্বতীকালীন মন্ত্রীসভা গঠন করা হবে।
• মন্ত্রিসভার প্রধানমন্ত্রী পদ ব্যতিত সকল সদস্যপদ হিন্দু ও মুসলমানদের থেকে সমান সংখ্যায় বন্টন করা হবে।
• সামরিক ও পুলিশ বাহিনীসহ সকল চাকরিতে হিন্দু ও মুসলমানের সংখ্যা সমান থাকবে।
• সংবিধানের জন্য ৩০ সদস্যবিশিষ্ট গণপরিষদ থাকবে। যার ১৬ জন মুসলমান ও ১৪ জন হিন্দু থাকবে।
অখন্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন?
উত্তর: মুসলিম লীগ ও কংগ্রেসের প্রথম সারির নেতাদের তীব্র বিরুধীতার কারনে।
অখন্ড বাংলা কে পাকিস্তানের অংশ কারর দাবি জানান কারা?
উত্তর: মুসলিম লীগ নেতা খাজা নাজিমুদ্দীন, আকরাম খাঁ প্রমুখ।
কংগ্রেসের কোন নেতা অখন্ড বাংলা প্রস্তাবের বিরোধিতা করেন?
উত্তর: জওহরলাল নেহেরু, সরদার বল্লভ ভাই প্যাটেল প্রমুখ।