রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত বিভিন্ন সংগ্রাম পরিষদ

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে গঠিত বিভিন্ন সংগ্রাম পরিষদ
ভাষা আন্দোলনের প্রথম সংগঠনের নাম কি?
উত্তর: তমদ্দুন মজলিশ।

তমদ্দুন মজলিশ কবে গঠিত হয়?
উত্তর: ২ সেপ্টেম্বর, ১৯৪৭।

তমুদ্দিন মজলিস কোন ধরনের সংগঠন?
উত্তর: সাংস্কৃতিক।

তমদ্দুন মজলিশ একটি?
উত্তর: সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

তমদ্দুন মজলিশ কার নেতৃত্বে গঠিত হয়?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম।

পাকিস্তানের রাষ্ট্র ভাষা বাংলা না উর্দু’- শীর্ষক সেমিনার আয়োজন করেন কোন সংগঠন?
উত্তর: তমদ্দুন মজলিশ।

পাকিস্তানের রাষ্ট্র ভাষা বাংলা না উর্দু’- শীর্ষক সেমিনারটি কোথায় আয়োজন করা হয়?
উত্তর: ঢাকা কলেজ।

ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকার নাম কি?
উত্তর: ‘পাকিস্তানের রাষ্ট্র ভাষা বাংলা না উর্দু।

রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে?
উত্তর: ১৯৪৮ সালের জানুয়ারিতে।

সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?
উত্তর: ২ মার্চ, ১৯৪৮।

সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন?
উত্তর: কামরুদ্দিন আহমেদ।

পূর্ব বাংলা ভাষা কমিটি গঠিত হয় কত সালে?
উত্তর: ৯ মার্চ, ১৯৪৯ সালে।

পূর্ব বাংলা ভাষা কমিটির সভাপতি কে ছিলেন?
উত্তর: মওলানা আকরাম খাঁ।

বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয়?
উত্তর: ১১ মার্চ, ১৯৫০ সালে।

বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন?
উত্তর: আবদুল মতিন।

সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে?
উত্তর: ৩১ জানুয়ারি, ১৯৫২।

সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন?
উত্তর: কাজী গোলাম মাহবুব।