তিতুমীরের সংগ্রাম: বারাসাত বিদ্রোহ ও নারিকেলবাড়িয়ার বাঁশের কেল্লা
June 21, 2021

তিতুমীরের প্রকৃত নাম কি?
উত্তর: মীর নিসার আলী।
তিতুমীর কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ভারতের চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে।
ওয়াহাবি বা মুহাম্মদিয়া আন্দোলন ও ফরায়েজি আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল?
উত্তর: ধর্মীয় কুসংস্কার দূর করে মুসলিম সম্প্রদায়কে সঠিক পথ নির্দেশ করা ছিল এই আন্দোলনের মূল উদ্দেশ্য।
ইতিহাসে বারাসাত বিদ্রোহ কি নামে পরিচিত?
উত্তর: ওয়াহাবি বা মুহাম্মদিয়া আন্দোলন।
বারাসাত বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তর: তিতুমীর।
বারাসাত বিদ্রোহের লক্ষ্য কি ছিল?
উত্তর: বারাসাত বিদ্রোহের মূল লক্ষ্য ছিল ইসলামের শুদ্ধিকরণ। যা পরবর্তীতে সামন্ততন্ত্র ও ব্রিটিশ বিরােধী হয়ে ওঠে। সমাজের নিম্নবর্গের মানুষদের আর্থিক সংকট থেকে মুক্ত করা এবং ব্রিটিশ অপশাসনের উচ্ছেদ ঘটানো ছিল বারাসাত বিদ্রোহের মূল লক্ষ্য।
বারাসাত বিদ্রোহের সময় বাংলার গভর্নর কে ছিলেন?
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
বারাসাত বিদ্রোহের গুরুত্ব কি?
উত্তর: বারাসাত বিদ্রোহের মাধ্যমে জমিদারবর্গের বিরুদ্ধে নিম্নবর্গের মানুষ বিষােদগার করেছিল তাতে ভবিষ্যতে সমাজের নিম্নশ্রেণির মানুষের মধ্যে ক্ষমতা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাই ব্যক্ত হয়েছিল বলা যায়।
তিতুমির হজ করে ফিরে আসেন কত সালে?
উত্তর: ১৮২৭ সালে।
নারিকেলবাড়িয়া গ্রামে তিতুমীর ঘাঁটি স্থাপন করেন কত সালে?
উত্তর: ১৮৩১ সালে।
বাঁশের কেল্লা কে নির্মাণ করেন?
উত্তর: তিতুমীর।
লাঠিয়াল বাহিনী কে গঠন করেন?
উত্তর: তিতুমীর।
লাঠিয়াল বাহিনী কার নেতৃত্বে গড়ে উঠে?
উত্তর: গোলাম মাসুম।
তিতুমীরের বিরুদ্ধে ইংরেজ সরকার সেনাবাহিনী প্রেরণ করেন কত সালে?
উত্তর: ১৮৩১ সালে।
কার নেতৃত্বে তিতুমীরেপ বাঁশের কেল্লায় ইংরেজ সরকার আক্রমন করেন?
উত্তর: মেজর স্কটের।
তিতুমীর কিভাবে শহীদ হন?
উত্তর: ১৮৩১ সালে ইংরেজ সরকার মেজর স্কটের নেতৃত্বে বাঁশের কেল্লা আক্রমন করতে সেনা প্রেরণ করলে তিতুমীরের বাহিনী ইংরজেদের গোলাবারুদ, বন্দুকের সামনে বীরের মতো লড়াই করে। এই লড়াইয়ে তিতুমির পরাজিত ও শহিদ হন।
তিতুমীর পরাজিত ও শহীদ হন কত সালে?
উত্তর: ১৮৩১ সালে।