২৫ মার্চের অপারেশন সার্চ লাইট

১৯৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন
অপারেশন সার্চ লাইট কি?
উত্তর: ২৫ মার্চ ১৯৭১ সালের মধ্যরাতে নিরীহ বাঙালির উপর পাকিস্তানি বাহিনীর হামলার নামই অপারেশন সার্চ লাইট।

১৯৭১ সালের ২৫ মার্চ কি বার ছিল?
উত্তর: বৃহস্পতিবার।

অপারেশন সার্চ লাইটের পূর্ব নাম কি?
উত্তর: অপারেশন ব্লিজ। (Oparation Blitz)

অপারেশন সার্চ লাইটের সার্বিক নেতৃত্বে কে ছিলেন?
উত্তর: লেফটেন্যান্ট জোনারেল টিক্কা খান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধরতে অভিযানের নাম কি?
উত্তর: অপারেশন বিগ বার্ড।

অপারেশন সার্চ লাইটে ঢাকা ও এর আশেপাশের এলাকায় হামলার নেতৃত্বে কে ছিলেন?
উত্তর: মেজর জেনারেল রাও ফরমান আলী ও বিগ্রেডিয়ার জেনারেল আরবার।

অপারেশন সার্চ লাইটে ঢাকা ছাড়া সমগ্র পূর্ব পাকিস্তানে হামলার নেতৃত্বে কে ছিলেন?
উত্তর: মেজর জেনারেল খাদিম হোসেন রাজা।

আপারেশন সার্চ লাইটের মাধ্যমের প্রথম আক্রমন করা হয় কোথায়?
উত্তর: রাজারবাগ পুলিশ লাইন।

আপারেশন সার্চ লাইটের মাধ্যমের দ্বিতীয় আক্রমন করা হয় কোথায়?
উত্তর: ইস্ট ইন্ডিয়া রাইফেলস (বর্তমান বিজিবি), পিলখানা।

আপারেশন সার্চ লাইটের মাধ্যমের তৃতীয় আক্রমন করা হয় কোথায়?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল, জগন্নাথ হল ও স্যার সলিমুল্লাহ হল।

আপারেশন সার্চ লাইটের মাধ্যমের চতুর্থ আক্রমন করা হয় কোথায়?
উত্তর: ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (ইবিআর), গাজীপুর।

হানাদার পাকিস্তানি সৈন্যরা কবে বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণ করেন?
উত্তর: ২৫ মার্চ, ১৯৭১ মধ্যরাতে।