মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান
April 25, 2021
মুক্তিযুদ্ধের পক্ষে বিদেশ সফরে বিশ্বমত গঠন করেন কে?
উত্তর: ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কোন পশ্চাত্য শিল্পী বিশেষ ভূমিকা রেখেছেন?
উত্তর: জর্জ হ্যারিসন।
১৯৭১ সালে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর প্রধান শিল্পী কে ছিলেন?
উত্তর: জর্জ হ্যারিসন।
জর্জ হ্যারিসন কোন বাদক দলের সদস্য ছিলেন?
উত্তর: বিটলস।
১৯৭১ সালে জর্জ হ্যারিসন কার আহবানে বাংলাদেশ কনসার্টে যোগ দেন?
উত্তর: পন্ডিত রবি শংকর।
পন্ডিত রবি শংকর কে ছিলেন?
উত্তর: সেতার বাদক।
কোন সাংবাদিক ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানি বর্বরতার খবর সর্ব প্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন?
উত্তর: সাইমন ড্রিং।
সাইমন ড্রিং কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর: ব্রিটিশ।
সাইমন ড্রিং কোন পত্রিকার সাংবাদিক ছিলেন?
উত্তর: ডেইলি টেলিগ্রাফ।
বহির্বিশ্বের কোন পত্রিকায় সর্ব প্রথম পূর্ব পাকিস্তানি বর্বরতার খবর প্রকাশিত হয়?
উত্তর: ডেইলি টেলিগ্রাফ পত্রিকায়।
মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতার রচয়িতা কে?
উত্তর: অ্যালেন গিনেসবার্গ।
অ্যালেন গিনেসবার্গ কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর: যুক্তরাষ্ট্রের।
কোন ফরাসি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেন?
উত্তর: আঁদ্রে মাঁয়ারা।
কোন রাশিয়ান কবি মুক্তিযুদ্ধের অর্থ সংগ্রহের জন্য কবিতা পাঠের আয়োজন করেন?
উত্তর: ইয়েভগনি ইয়েভতুসোস্কর।
বিদেশি হিসেবে খেতাব প্রাপ্ত একমাত্র বীরপ্রতীক কে?
উত্তর: নেদারল্যান্ডস বংশোদ্ভুত অস্ট্রেলীয় নাগরিক হোয়াইল হোমার ওডারল্যান্ড।
মার্কিন কোন সিনেটর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সমর্থক ছিলেন?
উত্তর: এডওয়ার্ড কেনেডি।
কোন পাকিস্তানি সাংবাদিক বাঙালি নারীর উপর পাকিস্তানি সেনাদের বর্বরতার চিত্র প্রকাশ করেন?
উত্তর: তাহিরা মাযাহার।
ভারতের কোন সেনা সদস্য নিয়াজীর আত্মসমর্পন দলিলে যৌথ বাহিনীর পক্ষে স্বাক্ষর করেন?
উত্তর: জগজিৎ সিং আরোরা।