স্বাধীন বাংলা বেতার কেন্দ্র

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র কখন প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২৬ মার্চ ১৯৭১ সালে।

স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র কোথায় স্থাপন করা হয়?
উত্তর: চট্টগ্রামের কালুরঘাটে।

স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের পূর্ব নাম কি?
উত্তর: কালুরঘাট বেতার কেন্দ্র।

স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বিপ্লবী শব্দটি বাদ দেওয়া হয় কবে?
উত্তর: ২৮ মার্চ ১৯৭১।

কার অনুরোধের প্রেক্ষিতে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বিপ্লবী শব্দটি বাদ দেওয়া হয়?
উত্তর: মেজর জিয়াউর রহমানের।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আহবায়ক কমিটির সভাপতি কে ছিলেন?
উত্তর: কামাল লোহানি।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় কবে?
উত্তর: ৩০ মার্চ ১৯৭১ সালে।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দ্বিতীয় সম্প্রচার শুরু হয় কোথায় থেকে?
উত্তর: কলকাতার বালিগঞ্জ থেকে।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দ্বিতীয় সম্প্রচার শুরু হয় কবে?
উত্তর: ২৫ মে, ১৯৭১।

কলকাতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পরিচালক কে ছিলেন?
উত্তর: শামসুল হুদা চৌধুরি।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচারিত প্রধান দুইটি অনুষ্ঠানের নাম কি?
উত্তর: চরমপত্র ও জল্লাদের দরবার।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচারিত চরমপত্র ও জল্লাদের দরবারের পাঠক কে ছিলেন?
উত্তর: এম আর আখতার মুকুল।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করেন কে?
উত্তর: এম আর আখতার মুকুল।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত কথিকা গুলো কি কি?
উত্তর: চরমপত্র (রম্যকথিকা), দৃষ্টিপাত, দর্পণ, কাঠগড়ার আসামি, প্রতিধ্বনি ইত্যাদি।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত কয়েকটি সংগীত :
গান গীতিকার সুরকার শিল্পী
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সমবেত(কোরাস)
কারার ঐ লৌহ কপাট কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম সমবেত
জয় বাংলা, বাংলার জয় গাজী মাযহারুল আনোয়ার আনোয়ার পারভেজ শাহনাজ বেগম
পূর্ব দিগন্তে, সূর্য উঠেছে গোবিন্দ হালদার সমর দাস সমবেত
সোনা সোনা সোনা লোকে বলে সোনা আবদুল লতিফ আবদুল লতিফ শাহনাজ বেগম
শোন একটি মুজিবরের থেকে গৌরীপ্রসন্ন মজুমদার - আংশুমান রায়
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে গোবিন্দ হালদার আপেল মাহমুদ আপেল মাহমুদ
এক সাগর রক্তের বিনিময়ে গোবিন্দ হালদার - স্বপ্না রায়
জনতার সংগ্রাম চলবেই চলবে সিকান্দার আবু জাফর - সমবেত
তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে - আপেল মাহমুদ সমবেত