জোহরা বেগম কাজী (Zohra Begum Kazi)

১৯৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন
প্রথম বাঙালি মুসলিম মহিলা চিকিৎসক কে ছিলেন?
উত্তর: জোহরা বেগম কাজী।

জোহরা বেগম কাজী কোথায় ও কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: অবিভক্ত ভারতের মধ্য প্রদেশের রাজনান গ্রামে ১৯১২ সালের ১৫ অক্টোবর জোহরা বেগম কাজী জন্মগ্রহণ করেন।

জোহরা বেগম কাজীর পিতা ও মাতার নাম কি?
উত্তর: পিতা ডাক্তার কাজী আব্দুস সাত্তার ও মাতা মোসাম্মদ আঞ্জুমান নেসা।

জোহরা বেগম কাজী কোন মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন?
উত্তর: দিল্লীর 'লেডি হাডিং মেডিক্যাল কলেজ' থেকে ১৯৩৫ সালে।

জোহরা বেগম কাজী ভাইরস পদক কত সালে অর্জন করেন?
উত্তর: ১৯৩৫ সালে।

জোহরা বেগম কাজী কোন হাসপাতালে প্রথম ডাক্তার হিসেব যোগদান করেন?
উত্তর: ইয়োথমাল ওয়েমেন্স(পাবলিক) হাসপাতালে।

মানুষের সেবায় মহাত্মা গান্ধী কোন নির্মান করেন?
উত্তর: সেবাগ্রাম৷

সেবাগ্রামে অবৈতনিক ডাক্তার হিসেবে কাজ করেন?
উত্তর: জোহরা বেগম কাজী।

জোহরা বেগম কাজী ঢাকা মেডিকেল কলেজে কত সালে যোগদান করেন?
উত্তর: ১৯৪৮ সালে।

জোহরা বেগম কাজী একুশে পদক লাভ করেন কত সালে?
উত্তর: ২০০৮ সালে।

জোহরা বেগম কাজী কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ৭ নভেম্বর, ২০০৭।