বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন আমল (১৯৭২-১৯৭৫)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন আমল (১৯৭২-১৯৭৫)
শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তান নিয়ে যাওয়া হয় কবে?
উত্তরঃ ১৯৭১ সালের ২৫ মার্চ রাত ১ টা ৩০ মিনিটে।

শেখ মুজিবুর রহমান কারাগার থেকে মুক্তি পান কবে?
উত্তরঃ ৮ জানুয়ারি, ১৯৭২।

শেখ মুজিবুর রহমান মুক্তির পর কোন কোন দেশ সফর করেন?
উত্তরঃ যুক্তরাজ্য ও ভারত।

শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন কবে?
উত্তরঃ ১০ জানুয়ারি, ১৯৭২।

শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব গ্রহণ করেন কবে?
উত্তরঃ ১২ জানুয়ারি, ১৯৭২।

বাংলাদেশের সংবিধান প্রণয়নের উদ্দ্যেশে সরকার গণপরিষদ আদেশ জারি করে কবে?
উত্তরঃ ২৩ মার্চ, ১৯৭২।

গণপরিষদের একমাত্র কাজ কি ছিল?
উত্তরঃ বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা।

গণপরিষদের প্রথম অধিবেশন বসে কবে?
উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭২।

শিক্ষা কমিশন গঠন করা হয় কবে?
উত্তরঃ ২৬ জুলাই, ১৯৭২।

বাংলাদেশের প্রথম সংবিধান কার্যকর হয় কবে?
উত্তরঃ ১৬ ডিসেম্বর, ১৯৭২।

বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় কবে?
উত্তরঃ ৭ মার্চ, ১৯৭৩।

প্রথম পাঁচশাল পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮) কার্যকর করা হয় কবে?
উত্তরঃ ১ লা জুলাই, ১৯৭৩।

সরকারি বিশ্ববিদ্যালয়সমূহে স্বায়ত্তশাসন প্রদানের জন্য জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয় আইন পাশ করা হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৩ সালে।

বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য হিসেবে যোগদান করে কবে?
উত্তরঃ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪।

শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কত তম অধিবেশনে বাংলা ভাষায় ভাষণ দেয়?
উত্তরঃ ২৯ তম অধিবেশনে।

জাতিসংঘে প্রথম কে বাংলা ভাষায় ভাষণ দেয়?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান।

যমুনা সেতুর প্রাথমিক সম্ভাব্য প্রতিবেদন প্রস্তুত করা হয় কবে?
উত্তরঃ ৪ নভেম্বর, ১৯৭৪।

বঙ্গবন্ধুর শাসন আমলে বাংলাদেশ কতটি রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করে?
উত্তরঃ ১৩০ টি।

বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি প্রবর্তন করা হয় কবে?
উত্তরঃ ২৫ জানুয়ারি, ১৯৭৫।

সংসদে দাঁড়িয়ে শেখ মুজিব প্রথম বিপ্লবের ডাক দেন কবে?
উত্তরঃ ২৫ জানুয়ারি, ১৯৭৫।

বঙ্গবন্ধু বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) গঠন করেন কবে?
উত্তরঃ ২৪ ফেব্রুয়ারি, ১৯৭৫।

কিসের মাধ্যমে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়?
উত্তরঃ বাকশালের।

একদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তন ঘটে কিসের মাধ্যমে?
উত্তরঃ বাকশালের।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় কবে?
উত্তরঃ ১৫ আগস্ট, ১৯৭৫।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোথায় হত্যা করা হয়?
উত্তরঃ ধানমন্ডির ৩২ নং সড়কের ৬৭৭ নাম্বার বাড়িতে।