বঙ্গবন্ধু হত্যা ও পরবর্তী সামরিক শাসন
April 25, 2021
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় কবে?।
উত্তরঃ ১৫ আগস্ট ১৯৭১।
বঙ্গবন্ধু কে হত্যাকারী ব্যাক্তি কে?
উত্তরঃ মেজর নুর চৌধুরি।
১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্য কে প্রথম হত্যা করা হয়?
উত্তরঃ শেখ কামালকে।
১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের কতজন কে হত্যা করা হয়?
উত্তরঃ ২০ জন।
বঙ্গবন্ধু কে হত্যার পর দেশের শাসনভার গ্রহন করেন কে?
উত্তরঃ খন্দকার মোস্তাক আহমেদ।
মোশতাক সরকারকে স্বীকৃতিদানকারী প্রথম রাষ্ট্র কোনটি?
উত্তরঃ পাকিস্তান।
মোশতাকের সামরিক সরকারের পতন হয় কবে?
উত্তরঃ ৩ নভেম্বর ১৯৭৫।
খন্দকার মোস্তাক কত দিন ক্ষমতায় ছিলেন?
উত্তরঃ তিন মাস।
জাতীয় চার নেতাদের নৃশংসভাবে জেলখানায় হত্যা করা হয় কবে?
উত্তরঃ ৩ রা নভেম্বর ১৯৭৫ ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
খালেদ মোশারফ সামরিক অভুর্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন কবে?
উত্তরঃ ৩ নভেম্বর ১৯৭৫।
কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা সামরিক অভূর্থান ঘটে কবে?
উত্তরঃ ৭ নভেম্বর, ১৯৭৫।
কর্নেল তাহেরের সামরিক অভূর্থানের পর দেশের সামরিক শাসক হয় কে?
উত্তরঃ মেজর জিয়াউর রহমান।