মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ ও এর রচয়িতা

মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ ও এর রচয়িতা
বাংলাদেশ আমার বাংলাদেশ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ রামেন্দ্র মজুমদার।

'একাওরের দিনগুলি' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ জাহানারা ইমাম।

'একাওরের ডায়েরি' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ সুফিয়া কামাল।

'একাওরের যিশু' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ শাহরিয়ার কবির।

'ঊন্সত্তরের গণঅভ্যুথান' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ মোহাম্মদ ফরহাদ।

'আমি বীরাঙ্গনা বলছি' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ নীলিমা ইব্রাহীম।

'হাঙ্গর নদীর গ্রেনেড' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ সেলিনা হোসেন।

'নিরন্তর ঘন্টাধ্বনি' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ সেলিনা হোসেন।

'জাহান্নাম হতে বিদায়' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ শওকত ওসমান।

'জন্ম যদি হয় তব বঙ্গে' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ শওকত ওসমান।

'নেকড়ে অরণ্য' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ শওকত ওসমান।

'রাইফেল রোটি আওরাত' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ আনোয়ার পাশা।

'নিষিদ্ধ লেবান' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ সৈয়দ শামসুল হক।

'নীল দংশন' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ সৈয়দ শামসুল হক।

মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ 'আমার কিছু কথা' এর রচয়িতা কে?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান।

'মুক্তিযুদ্ধের ইতিহাস সংকলন' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।

মুক্তিযুদ্ধ বিষয়ক হুমায়ূন আহমদের রচিত গ্রন্থগুলো কি কি?
উত্তরঃ আগুনের পরশমণি, শ্যামল ছায়া, দেয়াল ইত্যাদি।

মুক্তিযুদ্ধ বিষয়ক জাফর ইকবালের রচিত গ্রন্থ কোনটি?
উত্তরঃ মুক্তিযুদ্ধের ইতিহাস।

দ্য রেপ অব বাংলাদেশ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ অ্যান্থনি মাসকারেনহাস।

'Surrender at Dhaka' গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ লে. জেনারেল আর জেকব।

'দ্য লিবারেশন অব বাংলাদেশ' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ জেনারেল সুখওয়ান্ত সিং।

'Making of a Nation Bangladesh' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ নুরুল ইসলাম।