মুক্তিযুদ্ধে অবদানের বীরত্বসূচক খেতাব

মুক্তিযুদ্ধে অবদানের বীরত্ব সূচক খেতাব
মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শন ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ মুক্তিযোদ্ধাদের বীরত্বসূচক খেতাব কত তারিখ দেওয়া হয়?
উত্তর: ১৫ ডিসেম্বর ১৯৭৩।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ রাষ্ট্রীয় পুরস্কার দেয় কয়টি?
উত্তর: ৪ টি। (বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম, বীরপ্রতীক)।

বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব বা সামরিক খেতাব কোনটি?
বা
মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কি?
উত্তর: বীরশ্রেষ্ঠ।

বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত?
উত্তর: সাত।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কতজন বিজিবি সদস্য বীরশ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত হন?
উত্তর: ২ জন।

বাংলাদেশে বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়?
উত্তর: বীর উত্তম।

বাংলাদেশের কোন জীবিত ব্যক্তিকে প্রদত্ত সর্বোচ্চ বীরত্বসূচক পদক কি?
উত্তর: বীর উত্তম।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীরউত্তম সদস্য কত জন?
উত্তর: ৬৮ জন।

বীরউত্তম খেতাবপ্রাপ্ত মোট সদস্য কত জন?
উত্তর: ৬৯ জন।

সর্বশেষ বীরউত্তর খেতাব কাকে ও কেন দেওয়া হয়?
উত্তর: সর্বশেষ বীরউত্তর খেতাব পান ব্রিগেডিয়ার জেনারেল জমিল উদ্দিন আহমেদ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারকে বাঁচাতে গিয়ে আত্মত্যাগ করার জন্য ২০১০ সালের এপ্রিলে বীরউত্তম খেতাবে ভূষিত করা হয়।

বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে তৃতীয়?
উত্তর: বীর বিক্রম।

স্বাধীনতা যুদ্ধে বীর বিক্রম উপাধিতে ভূষিত করা হয় কত জন কে?
উত্তর: ১৭৫ জন কে।

স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় কত জন কে?
উত্তর: ৪২৬ জন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাব লাভকারী একমাত্র বিদেশি নাগরিক কে?
উত্তর: ডাচ নাগরিক ডব্লিউ এস ওডারল্যান্ড।

মুক্তিযুদ্ধে পদকপ্রাপ্ত মোট সদস্যের সংখ্যা কত?
উত্তর: ৬৭৬ জন।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কে কে?
উত্তর: তারামন বিবি ও সেতারা বেগম।

সাতজন বীরশ্রেষ্ঠর নামে সাতটি পুকুর খনন করা হয়েছে কোথায়?
উত্তর: সুন্দরবন।

সাহিত্যিক হিসেবে মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন কে?
উত্তর: আব্দুর সাত্তার।

মুক্তিযুদ্ধে প্রথম বীর উত্তম খেতাবপ্রাপ্ত ব্যক্তি কে?
উত্তর: লে. কর্নেল আবদুর রব।

মুক্তিযুদ্ধে প্রথম বীর বিক্রম খেতাবপ্রাপ্ত ব্যক্তি কে?
উত্তর: মেজর খন্দকার হুদা।

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জনসমাজ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বীর বিক্রম খেতাবধারী মুক্তিযোদ্ধা কে ছিলেন?
উত্তর: ইউ কে চিং মারমা।

মুক্তিযুদ্ধে প্রথম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ব্যক্তি কে?
উত্তর: মোহাম্মদ আবদুল মতিন।

মুক্তিযুদ্ধে প্রথম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মহিলা কে?
উত্তর: ক্যাপ্টেন ডা. সেতারা বেগম।

বাংলাদেশের সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম কি?
উত্তর: শহীদুল ইসলাম লালু।

বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা মুক্তিবেটি নামে পরিচিত?
উত্তর: কাঁকন বিবি।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভেরেনজি কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর: ইতালির।

বাংলাদেশের রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কতজন?
উত্তর: ৬৭৬ জন।