হুসেইন মুহম্মদ এরশাদের শাসন আমল (১৯৮২-১৯৯০)

হুসেইন মুহম্মদ এরশাদের শাসন আমল
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পর বাংলাদেশের রাষ্ট্রপতির দ্বায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তরঃ উপ রাষ্ট্রপতি আবদুস সাত্তার।

রাষ্ট্রপতি আবদুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন কে?
উত্তরঃ সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ।

জেনারেল এরশাদ অবৈধ ক্ষমতা দখল করে সামরিক আইন জারি করেন কবে?
উত্তরঃ ২৪ মার্চ, ১৯৮২।

বাংলাদেশে উপজেলা ব্যবস্থা কার সময় প্রবর্তিত হয়?
উত্তরঃ হুসেইন মুহম্মদ এরশাদের সময়। ৭ নভেম্বর ১৯৮২ প্রবর্তন করা হয়

এরশাদ কয়টি থানাকে উপজেলা করার মধ্য দিয়ে উপজেলা ব্যবস্থার প্রবর্তন করেন?
উত্তরঃ ৪৫ টি।

থানার পরিবর্তে উপজেলা নামকরণ করা হয় কবে?
উত্তরঃ ১৪ মার্চ, ১৯৮৩।

মহকুমাকে জেলায় উন্নীত করেন কে?
উত্তরঃ হুসেইন মুহম্মদ এরশাদ।

উপজেলায় পৃথক ম্যাজিস্ট্রেট ও মুন্সেফ আদালত প্রতিষ্ঠা করা হয় কখন?
উত্তরঃ হুসেইন মুহম্মদ এরশাদের শাসন আমলে।

সার্ক গঠনে ভূমিকা রাখেন কে?
উত্তরঃ হুসেইন মুহম্মদ এরশাদ।

সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তরঃ ঢাকা।

এরশাদ ক্ষমতা দখলকে বৈধতা দেওয়ার জন্য গণভোটের আয়োজন করেন কবে?
উত্তরঃ ২১ মার্চ ১৯৮৫।

এরশাদ "জনদল" নামে রাজনৈতিক দল গঠন করেন কত সালে?
উত্তরঃ ১৯৮৪ সালে।

এরশাদ জাতীয় ফ্রন্ট গঠন করেন কবে?
উত্তরঃ ১৬ আগস্ট ১৯৮৫।

এরশাদ জাতীয় পার্টি গঠন করেন কত সালে?
উত্তরঃ ১ জানুয়ারি ১৯৮৬।

বাংলাদেশে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ৭ এপ্রিল ১৯৮৬।

১৯৮৬ এর নির্বাচনে কে জয় লাভ করে?
উত্তরঃ হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি। উল্লেখ এরশাদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে বিরোধী দল নির্বাচন বর্জন করে।

সংবিধানের কত তম সংশোধনির মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়?
উত্তরঃ অষ্টম সংশোধনীর মাধ্যমে। যা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি।

সংবিধান সংশোধন করে ইসলামকে রাষ্ট্রধর্ম করার উদ্দ্যেশ কি ছিল?
উত্তরঃ এরশাদের ইসলামপন্থি দলগুলোর সমর্থন লাভের চেষ্টা।

এরশাদবিরোধী আন্দোলনের সময়কাল কত থেকে কত?
উত্তরঃ ১৯৮২ থেকে ১৯৯০।

এরশাদবিরোধী আন্দোলনকে বেগবান করতে কয়টি ছাত্র সংগঠন মিলে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন?
উত্তরঃ ২২ টি।

নূর হোসেনকে গুলি করে হত্যা করা হয় কবে?
উত্তরঃ ১০ নভেম্বর ১৯৮৭।

চট্টগ্রামে শেখ হাসিনার সমাবেশে নির্বিচারে গুলি চালানো হয় কত তারিখ?
উত্তরঃ ২৪ জানুয়ারি ১৯৮৮।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে এরশাদ ক্ষমতা হস্তান্তর করেন কবে?
উত্তরঃ ৬ ডিসেম্বর ১৯৯০ এরশাদ ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয়।