সাবমেরিন ক্যাবল ও বাংলাদেশ

সাবমেরিন ক্যাবল ও বাংলাদেশ
সাবমেরিন ক্যাবল ও বাংলাদেশসাবমেরিন ক্যাবল ব্যবহার করা হয় কিসে?
উত্তরঃ ইন্টারনেট সংযোগে। 

বাংলাদেশে সাবমেরিন ক্যাবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের অধীনে?
উত্তরঃ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত হয় কবে?
উত্তরঃ ২১ মে ২০২০।

বাংলাদেশে সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কয়টি?
উত্তরঃ দুইটি।

বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবলের নাম কি?
উত্তরঃ South East Asia-Middle East-West Europe 4 (SEA-ME-WE4)

বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE4) এর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ২২,০০০ কিলমিটার। 

বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE4) এর ল্যান্ডিং স্টেশন কোথায়?
উত্তরঃ কক্সবাজার জেলার ঝিলংজায়।

বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের নাম কি?
উত্তরঃ South East Asia-Middle East-West Europe 5 (SEA-ME-WE5)

বাংলাদেশের দ্বিতীয় সাবমেরি ক্যাবলের (SEA-ME-WE5) দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৩০,০০০ কিলোমিটার।

বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে (SEA-ME-WE5) যোগদান করেন কবে?
উত্তরঃ ২১ ফেব্রুয়ারি ২০১৭।

বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE5) এর ল্যান্ডিং স্টেশন কোথায়?
উত্তরঃ পটুয়াখালী জেলার কুয়াকাটায়।

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানী লিমিটেড কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ২০০৮ সালে।