বাংলাদেশের কৃষি সম্পদ
April 24, 2021

বাংলায় কৃষি কাজের প্রথম প্রচলন করেন কারা?
উত্তরঃ অস্ট্রিকরা।
বাংলাদেশের অর্থনীতি কিসের উপর নির্ভরশীল?
উত্তরঃ কৃষির।
খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তরঃ দশম।
বাংলাদেশের কৃষি ক্ষেত্র কয়টি?
উত্তরঃ ৬ টি। যথা: ফসল, পশু, মৎস্য, বন, পাখি, রেশম।
বাংলাদেশের কৃষি প্রধানত কিসের উপর নির্ভরশীল?
উত্তরঃ বাংলাদেশের কৃষি সম্পূর্ণ নির্ভর করে প্রকৃতির ওপর। বিশেষভাবে ঋতু চক্র, মাটি, মেঘ, বৃষ্টি, রোদ, খরা, বন্যা ও বিভিন্ন দূর্যোগ ইত্যাদির ওপর। আমাদের বাংলা ক্যালেন্ডার ও পঞ্জিকা মূলত এই কৃষিসমাজের জীবনযাপনের সাথে সম্পর্ক রেখেই তৈরি। যা কৃষকদের সময় মতো বীজ বুনন ও ফসল উত্তোলনে সহায়তা করে।
বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত?
উত্তরঃ ৮৭,৫১,৯৩৭ হেক্টর।
বাংলাদেশে মাথাপিছু আবাদি জমির পরিমাণ কত?
উত্তরঃ ০.৮ হেক্টর বা ০.২৮ একর।
বাংলাদেশে কৃষক প্রতি আবাদি জমির পরিমাণ কত?
উত্তরঃ ১.৫ একর।
কৃষিকাজের জন্য উপযুক্ত মাটি কোনটি?
উত্তরঃ দোঁ আশ মাটি।
গ্রীষ্মকালীন শস্যকে কি বলা হয়?
উত্তরঃ খরিপ শস্য।
শীতকালীন শস্যকে কি বলা হয়?
উত্তরঃ রবিশস্য।
বাংলার শস্যভান্ডার নামে পরিচিত কোন জেলা?
উত্তরঃ বরিশাল জেলা।
বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান কোথায় অবস্থিত?
উত্তরঃ কাশিমপুর, গাজীপুর।
বাংলাদেশের বৃহত্তম কৃষি খামার কোথায় অবস্থিত?
উত্তরঃ ঝিনাইদহ জেলার মহেশপুরের দত্তনগরে।
বাংলাদেশের ফসল তোলার ঋতু কয়টি?
উত্তরঃ ৩ টি।
বাংলাদেশের ফসল তোলার তিনটি ঋতুর নাম কি কি?
উত্তরঃ ভাদোই, হৈমন্তিক ও রবি।
চাষাবাদের সুবিধার্থে বাংলাদেশের ঋতুকে ভাগ করা হয়েছে কয় ভাগে?
উত্তরঃ ২ ভাগে। যথাঃ রবি ও খরিপ।
জুম কি?
উত্তরঃ এক ধরণের চাষাবাদ পদ্ধতি। পাহাড়ি এলাকায় এই পদ্ধতিতে চাষাবাদ করা হয়।
জুম চাষের বিকল্প পদ্ধতি কোনতি?
উত্তরঃ সল্ট।
জুম চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলায় দেখা যায়?
উত্তরঃ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলাসমূহে।
বাংলাদেশে প্রথম কৃষিশুমারি হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৭ সালে।
ইউরিয়া সার তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় কোন গ্যাস?
উত্তরঃ মিথেন গ্যাস।
বাংলাদেশে গোল আলু কোন দেশ থেকে আনা হয়?
উত্তরঃ হল্যান্ড থেকে।
বাংলাদেশের কৃষি দিবস কত তারিখ?
উত্তরঃ পহেলা অগ্রহায়ণ।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৭৬ সালে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ ময়মনসিংহ।
বাংলাদেশ আনবিক কৃষি গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৭২ সালে।
বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজশাহী।
জাতীয় বীজ পরীক্ষাগার কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ গাজীপুর জেলায়।
বাংলাদেশের একমাত্র আঞ্চলিক বীজ পরীক্ষাগার কোথায় অবস্থিত?
উত্তরঃ ঈশ্বরদী, পাবনা।
বাংলাদেশের কৃষিজ সম্পদ |
---|
সার | ধান |
---|---|
পাট | চা |
ফসল উৎপাদনে শীর্ষ জেলা |