বাংলাদেশ ডাক ব্যবস্থা

সর্বপ্রথম ডাকটিকেট চালু হয় কোন দেশে?
উত্তরঃ ব্রিটেন।

বিশ্বের প্রথম ডাকটিকেটের নাম কি?
উত্তরঃ পেনিব্লাক।

বিশ্বের প্রথম ডাকটিকেট কে ও কত সালে উদ্ভাবন করেন?
উত্তরঃ স্যার রোনাল্ড হিল ১৮৪০ সালে।

কোন দেশের ডাকটিকেটে দেশের নাম লেখা থাকে না?
উত্তরঃ যুক্তরাজ্যের। 

'ফিলাটেলি' শব্দটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
উত্তরঃ ডাক বিভাগ।

ডাকটিকেট সংগ্রহ ও অধ্যায়ন সম্পর্কিত বিদ্যাকে কি বলে?
উত্তরঃ 'ফিলাটেলি' ডাকটিকেট সংগ্রহ ও অধ্যায়ন সম্পর্কিত বিদ্যা। 

ভারতবর্ষে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে?
উত্তরঃ শেরশাহ।

স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকঘর স্থাপন করা হয় কোথায়?
উত্তরঃ চুয়াডাঙ্গায়।

স্বাধীন বাংলাদেশে প্রথম ডাকঘর স্থাপন করা হয় কবে?
উত্তরঃ ১৪ এপ্রিল ১৯৭১ প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ কতৃক।

বাংলাদেশ ডাক বিভাগের স্লোগান কি?
উত্তরঃ সেবাই আদর্শ।

বাংলাদেশ ডাক বিভাগ গ্যারান্টেড এক্সপ্রেস কত সালে চালু হয়?
উত্তরঃ ১৯ ফেব্রুয়ারি ১৯৮৪। 

বাংলাদেশে পোস্টাল কোড চালু হয় কত সালে?
উতরঃ ১৯৮৬ সালে। 

বাংলাদেশ পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজশাহী।

বাংলাদেশ পোস্টাল একাডেমি কত সালে প্রতিষ্ঠা করা হয়?
উত্তরঃ ১৯৮৬ সালে।

প্রথম বাংলাদেশি হিসেবে বাংলাদেশের ডাকটিকেটের ডিজাইন করেন কে?
উত্তরঃ বিমান মল্লিক।

বাংলাদেশের প্রথম ডাকটিকেট প্রকাশিত হয় কবে?
উত্তরঃ ২৯ জুলাই ১৯৭১। ৮ টি ডাকটিকেট প্রকাশিত হয়।

স্বাধীনতার প্রথম ডাকটিকেটে কোন ছবি ছিল?
উত্তরঃ বাংলাদেশের মানচিত্রের। 

মুজিব সরকারের ডাকটিকেটের ডিজাইনার কে ছিলেন?
উত্তরঃ বিমান মল্লিক। 

স্বাধীন বাংলাদেশে প্রথম ডাকটিকেট প্রকাশিত হয় কবে?
উত্তরঃ ২১ ফেব্রুয়ারি ১৯৭২।

স্বাধীনতার পর প্রথম পোস্টকার্ড প্রকাশিত হয় কবে?
উত্তরঃ ১৮ এপ্রিল ১৯৭২। 

স্বাধীনতার পর প্রথম খাম প্রকাশিত হয় কবে?
উত্তরঃ ১৯ জুলাই ১৯৭২। 

বাংলাদেশ পোস্ট অফিস জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকার জিপওতে।

বাংলাদেশের ডাকটিকেট কোথায় থেকে প্রকাশিত হয়?
উত্তরঃ গাজীপুরের সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন থেকে।

বাংলাদেশ ডাক বিভাগের সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকায়।

General Post Office (GPO) প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৮০ সালে। 

বিশ্ব ডাক সংস্থার নাম কি?
উত্তরঃ Universal Postal Union (UPU).

বিশ্ব ডাক সংস্থা প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ৯ অক্টোবর ১৯৭৪।  

বাংলাদেশ বিশ্ব ডাক সংস্থার  ( UPU) সদস্যপদ লাভ করে কত সালে?
উত্তরঃ ৭ ফেব্রুয়ারি ১৯৭৩। 

কোন আইনের অধিনে বাংলাদেশ ডাক বিভাগ নিয়ন্ত্রিত হয়?
উত্তরঃ পোস্ট অফিস আইন ১৯৯৮ এর অধিনে।

বাংলাদেশ ডাক বিভাগ থেকে প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকার নাম কি?
উত্তরঃ ডাক প্রবাহ।

"ডাক জীবন বিমা" কি?
উত্তরঃ বাংলাদেশ ডাক বিভাগের প্রবর্তিত বীমা পদ্ধতি।

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল মোবাইল ব্যাংকিং সেবার নাম কি?
উত্তরঃ নগদ।

নগদ কত সালে যাত্রা শুরু করে?
উত্তরঃ ২৬ মার্চ ২০১৯।

বাংলাদশ ডাক বিভাগের সেবা সমূহ কি কি ?
উত্তরঃ বাংলাদেশ ডাক বিভাগ মূলত দুই ধরণের সেবা প্রদান করে। যথাঃ ১। মূল সার্ভিস ও ২। এজেন্সি সার্ভিস। মূল সার্ভিসের আওতায় সাধারণ চিঠিপত্র, রেজিষ্টার্ড চিঠিপত্র, জিইপি, ইএমটিএস, মানি অর্ডার, পার্সেলসার্ভিস, ভিপিপি, ভিপিএল, ডাকটিকেট বিক্রয়, ডাকদ্রব্য গ্রহণ প্রেরণ ও বিলি করা। এজেন্সি সার্ভিসের আওতায় ডাক জীবনবীমা, সঞ্চয়ব্যাংক, সঞ্চয়পত্র ক্রয় ও ভাঙ্গানো, প্রাইজবন্ড এবং পোস্টাল অর্ডার বিক্রয় ও ভাঙ্গানো , বিড়িব্যান্ডেরোল মুদ্রণ ও বিক্রয়, টেলিফোনবিল গ্রহণ, প্রিপেইড কার্ড বিক্রয়, সরকারের সকল প্রকার নন পোস্টাল টিকেট মুদ্রণ ও বিতরণ ইত্যাদি সেবা সমূহ প্রদান করে থাকে।