বাংলাদেশের সিগারেট ও দিয়াশলাই শিল্প

 

বাংলাদেশের সিগারেট ও দিয়াশলাই শিল্প । Cigarette and match industry in Bangladesh
বাংলাদেশের সর্ববৃহৎ সিগারেট কারখানা কোনটি?
উত্তরঃ ব্রিটিশ-আমেরিকা টোবাকো বাংলাদেশ (BATB)

সিগারেট শিল্পে যে তামাক ব্যবহার করা হয় তার নাম কি?
উত্তরঃ ভার্জিনিয়া তামাক।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিল ২০০৫ জাতীয় সংসদে পাস করা হয় কবে?
উত্তরঃ ১৩ মার্চ ২০০৫।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিল ২০০৫ কার্যকর করা হয় কবে?
উত্তরঃ ২৬ মার্চ, ২০০৫।

দিয়াশলাইঃ


দিয়াশলাই কে আবিষ্কার করেন?
উত্তরঃ জীন চ্যান্সেল।

পাকিস্তান  আমলে দেশে ম্যাচ ফ্যাক্টরি ছিল কয়টি?
উত্তরঃ ১৮ টি।

ব্রিটিশ আমলে চট্টগ্রামে গড়ে উঠা ম্যাচ ফ্যাক্টরির নাম কী?
উত্তরঃ চট্টল ম্যাচ ফ্যাক্টরি।

বাংলাদেশে ম্যাচ ফ্যাক্টরি গুলোর সংস্থার নাম কি?
উত্তরঃ বাংলাদেশ ম্যাচ ম্যানুফ্যাকচারর্স অ্যাসোসিয়েশন।

কোন গাছের কাঠ থেকে দিয়াশলাইয়ের কাঠি তৈরি হয়?
উত্তরঃ কদম ও গেওয়া কাঠ দিয়ে।

ম্যাচের বারুদ কি দিয়ে তৈরি করা হয়?
উত্তরঃ পটাশিয়াম ক্লোরাইড, রেড ফসফরাস ও সালফার দিয়ে।