বাংলাদেশের সার কারখানা

বাংলাদেশের সার কারখানা
বাংলাদেশের একমাত্র দানাদার ইউরিয়া প্রস্তুতকারী সার কারখানা কোনটি?
উত্তরঃ যমুনা সার কারখানা।

যমুনা সার কারখানা চালু হয় কত সালে?
উত্তরঃ ২৬ ডিসেম্বর, ১৯৯১ সালে।

যমুনা সার কারখানা বাণিজ্যিক ভাবে উৎপাদন শুরু করা কবে?
উত্তরঃ ১ জুলাই, ১৯৯২।

বাংলাদেশের প্রথম সার কারখানা কোথায় স্থাপ্তিত হয়?
উত্তরঃ সিলেটের ফেঞ্চুগঞ্জে।

বাংলাদেশের প্রথম সার কারখানা কত সালে প্রতিষ্ঠা করা হয়?
উত্তরঃ ১৯৬১ সালে।

রাসায়নিক সারের অপকারিতা কি?
উত্তরঃ অধিক পরিমাণ রাসায়নিক সার মাটির উর্বরতা নষ্ট করে। মাটিতে রাসায়নিক পদার্থের উপস্থিতি বাড়িয়ে দিয়ে মাটির গুণুগত মান বিনষ্ট করে।

রাসায়নিক সারে ব্যবহারের ফলে মাটিতে কোন মৌলের পরিমাণ বৃদ্ধি পায়?
উত্তরঃ কোন সার কোন উপাদান দ্বারা তৈরি তার উপর ভিত্তি করে মাটির মৌলের পরিমাণ বৃদ্ধি পায়। যেমন অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়।

গাছের বৃদ্ধির জন্য কোন সার প্রয়োজন?
উত্তরঃ পরিমাণ মতো টিএসপি, ডিএসপি বা ফসফেট সার।

বর্তমানে বাংলাদেশে সার কারখানা কয়টি?
উত্তরঃ ৮ টি।