বাংলাদেশের শিল্প সম্পদ

বাংলাদেশের শিল্প সম্পদ
জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ (NCID) এর সভাপতি কে?
উত্তরঃ প্রধানমন্ত্রী।

জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটির আহ্বায়ক কে?
উত্তরঃ শিল্পমন্ত্রী।

BIM এর পূর্ণরূপ লি?
উত্তরঃ Bangladesh Institute of Management.

BITAC এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Bangladesh Industrial Trchnical Assistance Centre.

BITAC কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৬২ সালে।

BITAC এর আঞ্চলিক কেন্দ্র কয়টি?
উত্তরঃ ৫ টি। যথাঃ ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর, খুলনা ও বগুড়া।

বাংলাদেশের রাসায়ন শিল্প সংস্থা (BCIC) প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৬ সালে।

BCIC এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Bangladesh Chemical Industries Corporation.

BCIC এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকা।

BSTI এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Bangladesh Standards and Testing Institute.

BSTI কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৮৫ সালে।

BSTI এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ তেজগাঁও, ঢাকা।

পূর্ব পাকিস্তান ক্ষুদ্র শিল্প সংস্থার নাম কি?
উত্তরঃ ইপসিক।

ইপসিক গঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৫৭ সালে।

ইপসিক এর বর্তমান নাম কি?
উত্তরঃ বিসিক (BSCIC).

BSCIC এর পুর্ণরূপ কি?
উত্তরঃ Bangladesh Small and Cottage Industries Corporation.

 বিসিক (BSCIC) এর অধীনে বাংলাদেশে কতটি শিল্প অঞ্চল আছে?
 উত্তরঃ ৭৬ টি।

ঢাকাই মসলিনের জন্য বিখ্যাত ছিল?
উত্তরঃ বাংলাদেশ।

সিল্ক  শাড়ির জন্য বিখ্যাত জেলা কোনটি?
উত্তরঃ রাজশাহী।

জামদানি শাড়ির জন্য বিখ্যাত জেলা কোনটি?
উত্তরঃ টাঙ্গাইল।

বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প কোনটি?
উত্তরঃ পাট শিল্প।

বাংলাদেশের অস্ত্র নির্মাণ কারখানা কোথায় অবস্থিত?
উত্তরঃ গাজীপুর।

বাংলাদেশে মোটরগাড়ি সংযোজনের বৃহত্তম কারখানার নাম কি?
উত্তরঃ গ্রগতি ইন্ডাস্ট্রি লিমিটেড, চট্টগ্রাম।

বাংলাদেশের প্রথম বস্ত্রকল কোনটি?
উত্তরঃ সায়হাম কটন মিল।

বাংলাদেশের শিল্প সম্পদ
বাংলাদেশের শিল্প সম্পদ বস্ত্র ও তৈরি পোশাক শিল্প
কাগজ ও মন্ড শিল্প ইস্পাত ও প্রকৌশল শিল্প
বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প বাংলাদেশের পাট শিল্প
বাংলাদেশের চিনি শিল্প বাংলাদেশের সিমেন্ট শিল্প
বাংলাদেশের সিগারেট ও দিয়াশলাই শিল্প বাংলাদেশের লবণ শিল্প
বাংলাদেশের ঔষধ শিল্প বাংলাদেশের সার কারখানা