বাংলাদেশের পাট শিল্প
উত্তরঃ ১৮৫৫ সালে।
ভারতের প্রথম পাঠকল স্থাপিয়ত হয় কোথায়?
উত্তরঃ শ্রীরামপুর, হুগলি, পশ্চিমবঙ্গ, ভারত।
ভারতের প্রথম পাটকলটি কে স্থাপন করেন?
উত্তরঃ জর্জ অকল্যান্ড।
পশ্চিমবঙ্গের কোথায় প্রথম পাটকল স্থাপন করা হয়?
উত্তরঃ হুগলি।
কোথায় থেকে ব্রিটিশরা এনে বাংলার প্রথম পাটকল স্থাপন করেন?
উত্তরঃ ইংল্যান্ডের ড্যান্ডি থেকে।
বাংলাদেশের প্রথম পাটকল স্থাপন করা হয় কত সালে?
উত্তরঃ ১৯৫১ সালে।
বাংলাদেশের সর্বপ্রথম পাটকলের নাম কি?
উত্তরঃ আদমজী পাটকল।
আদমজী পাটকল কোথায় অবস্থিত?
উত্তরঃ নারায়ণগঞ্জের আদমজীতে। এটি ১০০০ তাঁত নিয়ে যাত্রা শুরু করেছিল।
আদমজী পাটকল কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৫১ সালে।
আদমজী জুট মিলস কত সালে বন্ধ হয়ে যায়?
উত্তরঃ ৩০ জুন, ২০০২ সালে।
বাংলাদেশের পাট শিল্পের প্রধান কেন্দ্র কোন জেলা?
উত্তরঃ নারায়ণগঞ্জ ও খুলনা।
প্রাচ্যের ড্যান্ডি নামে পরিচিত কোন জেলা?
উত্তরঃ নারায়ণগঞ্জ।
BJMA পূর্ণ্রুপ কি?
উত্তরঃ Bangladesh Jute Mills Association.
BJMA তত্ত্বাবধানে বর্তমানে বাংলাদেশে মোট কতটি পাটকল চালু আছে?
উত্তরঃ ৭৪ টি।
জুটন আবিষ্কার করেন কে?
উত্তরঃ ড. মোঃ সিদ্দিকুল্লাহ।
জুটনে পাত ও তুলার পরিমাণ কত শতাংশ?
উত্তরঃ পাট ৭০ শতাংশ ও তুলা ৩০ শতাংশ।