বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল পাট
উত্তরঃ পাট।
সোনালি আঁশ বলা হয় কাকে?
উত্তরঃ পাটকে।
পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তরঃ দ্বিতীয়।
পাট রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের কততম দেশ?
উত্তর: ১ম।
পাট উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি?
উত্তরঃ ফরিদপুর।
পাটের জিন রহস্য উন্মোচন করেন কে?
উত্তরঃ ড. মাকসুদুল আলম।
পাটের বীজ বপন করা হয় কোন মাসে?
উত্তরঃ ফেব্রুয়ারি-এপ্রিল মাসে।
বাংলাদেশে পাট ব্যবসার প্রধান কেন্দ্র কোথায়?
উত্তরঃ নারায়ণগঞ্জ।
পাট ব্যবসার জন্য নারায়ণগঞ্জ কি নামে পরিচিত?
উত্তরঃ প্রাচ্যের ডান্ডি।
পাটকে প্রধানত কয়টি শ্রেণিতে ভাগ করা হয়?
উত্তরঃ তিনটি। যথাঃ হোয়াইট, তোশা ও মেসতা।
উন্নত জাতের আঁশ পাওয়া যায় কোন শ্রেণির পাট থেকে?
উত্তরঃ তোষা পাট থেকে।
আন্তর্জাতিক পাট সংস্থার বর্তমান নাম কি?
উত্তরঃ International Jute Study Group (IJSG)
International Jute Study Group (IJSG এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকার ফার্মগেটে।
বাংলাদেশ পাট গবেষনা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকার শেরেবাংলা নগর।
বাংলাদেশ পাট গবেষনা ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৫১ সালে।
বাংলাদেশ পাট গবেষণা বোর্ড কোথায় অবস্থিত?
উত্তরঃ মানিকগঞ্জ।
বাংলাদেশে পাট কাটার সম্য কখন?
উত্তরঃ জুন থেকে সেপ্তেম্বর।
একটি কাঁচা পাটের গাইটের ওজন কত?
উত্তরঃ ২.৫০ মন।
পাট থেকে তৈরি জুটন আবিষ্কার করেন কে?
উত্তরঃ ড. মোহাম্মদ সিদ্দিকুল্লাহ।
উন্নত জাতের পাট কোন গুলো?
উত্তরঃ তোষা-ডি-১৫৪, BJC-৮৩, BJC-৭৩৭০, BJRI-দেশি, BJRI-৬।