বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান

 বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কোনটি?

উত্তরঃ ধান।


বাংলাদেশের মোট আবাদি জমির কত শতাংশে ধান চাষ করা হয়?

উত্তরঃ ৭০ শতাংশে।


বাংলাদেশে সবচেয়ে বেশি ধান চাষ করা হয় কোন জেলায়?

উত্তরঃ ময়মনসিংহে।


ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান কততম?

উত্তরঃ বিশ্বে ধান উৎপাদনে তৃতীয় অবস্থানে।


চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?

উত্তরঃ ৪ র্থ।


বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তরঃ ১ অক্টোবর, ১৯৭০ সালে।


বাংলাদেশে ধানের প্রধান শ্রেণি কয়টি?

উত্তরঃ তিনটি। যথাঃ আমন, আউশ ও বোরো।


বাংলাদেশে কোন জাতের ধান সবচেয়ে বেশি উৎপাদিত হয়?

উত্তরঃ বোরো ৫৫%। বাকি আমন ও আউশ। 


আমন ধান রোপন করা হয় কোন সময়?

উত্তরঃ জুলাই-আগস্ট মাসে।


বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয় কখন?

উত্তরঃ অগ্রায়ণ-পৌষ মাসে।


বাংলাদেশের উত্তরাঞ্চলে কোন ধান মঙ্গলা ধান নামে পরিচিত?

উত্তরঃ ব্রি-৩৩।


বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চালকল রয়েছে?

উত্তরঃ নওগাঁ।


নারিকা-১ কি?

উত্তরঃ খরা সহিষ্ণু ধান।


বাংলামতী কি?

উত্তরঃ ধানের জাত। 


ধানের উন্নত জাত কোন গুলো?

উত্তরঃ মালা, বিপ্লব, মুক্তা, চন্দিনা, দুলাভোগ, পাজাম, ইরাটম-২৪, আলোক-৬২০১, সোনার বাংলা-১, সুপার রাইস, হীরা, হাইব্রিড ইত্যাদি।