বাংলাদেশের ইস্পাত ও প্রকৌশল শিল্প

বাংলাদেশের ইস্পাত ও প্রকৌশল শিল্প । Steel and engineering industry of Bangladesh
 BSEC এর পূর্ণরূপ কি?

উত্তরঃ Bangladesh Steel and Engineering Corporation.


বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (BSEC) কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১ জুলাই, ১৯৭৬।  

BSEC এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ কাওরানবাজার, ঢাকা।

প্রতিষ্ঠাকালীন সময়ে BSEC এর অধীনে শিল্প প্রতিষ্ঠান ছিল কয়টি?
উত্তরঃ ৬২  টি।

বর্তমানে BSEC এর অধীনে শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা কত?
উত্তরঃ ৯  টি।

বাংলাদেশের বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানার নাম কি?
উত্তরঃ চট্টগ্রাম স্টিল মিল, চট্টগ্রাম।

বাংলাদেশ সর্বপ্রথম ইস্পাত রপ্তানি করে কোন দেশে?
উত্তরঃ পাকিস্তান।

বাংলাদেশ সর্বপ্রথম ইস্পাত রপ্তানই করে কত তারিখ?
উত্তরঃ ১১ জুলাই, ১৯৭৮।