বাংলাদেশের চিনি শিল্প

বাংলাদেশের চিনি শিল্প

১৯৪৭ সালে পূর্ব পাকিস্তান উত্তরাধিকার সূত্রে কয়টি চিনিকল লাভ করে?
উত্তরঃ ৬ টি।

BSFIC এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Bangladesh Suger and Food Industries Corporation.

BSFIC গঠন করা হয় কত সালে?
উত্তরঃ ১ জুলাই, ১৯৭৬।

BSFIC কোন মন্ত্রনালের অধীনে?
উত্তরঃ শিল্প মন্ত্রনালয়ের।

BSFIC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ দিলকুশা, ঢাকা।

KAFCO (কাফকো) কারখানার উৎপাদন শুরু হয় কত সালে?
উত্তরঃ ১৫ ডিসেম্বর, ১৯৯৪ সালে।

KAFCO কোন দেশের সহযোগিতায় নির্মাণ করা হয়?
উত্তরঃ জাপানের।

বাংলাদেশের সর্ববৃহৎ চিনিকল কোনটি?
উত্তরঃ কেরু এন্ড কোং লিমিটেড।

 কেরু এন্ড কোং লিমিটেড কোন জেলায় অবস্থিত?
 উত্তরঃ দর্শনা, চুয়াডাঙ্গা।
 
 বাংলাদেশে উৎপাদিত চিনি চাহিদার কত ভাগ পূরণ করে থাকে?
 উত্তরঃ ৭৭ ভাগ।
 
 বাংলাদেশে মোট কয়টি চিনিকল রয়েছে?
 উত্তরঃ ১৭ টি। এরমধ্যে ১৫ টি সরকারি ও ২ টি বেসরকারি।
 
 বাংলাদেশে প্রতি বছর কত মেট্রিকটন চিনি উৎপাদন হয়?
 উত্তরঃ বাংলাদেশে প্রতি বছর প্রায় দুই লাখ মেট্রিকটন চিনি উৎপাদন হয়।