বনজ সম্পদের ব্যবহার
April 24, 2021
খুলনা হার্ড বোর্ডে মিলের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় কোন গাছ?
উত্তরঃ সুন্দরী গাছ।রঙ প্রস্তুতীতে ব্যবহার করা হয় কোন গাছের ছাল?
উত্তরঃ গরান গাছের।
বৈদ্যুতিক তারের খুটি নির্মাণে কোন গাছ ব্যবহার করা হয়?
উত্তরঃ শাল গাছ।
গৃহ নির্মাণ সামগ্রীতে ব্যবহার করা হয় কোন গাছ?
উত্তরঃ সেগুন।
পেন্সিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয়?
উত্তরঃ ধুন্দল।
রেলের স্লিপার তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয়?
উত্তরঃ গর্জন ও জারুল।
দিয়াশলাইয়ের বাক্স ও কাঠি প্রস্তুত করতে কোন কাঠ ব্যবহার করা হয়?
উত্তরঃ গেওয়া, শিমুল ও কদম।
খুলনা নিউজপ্রিন্ট মিলের কাঁচামাল হিসেবে কোন গাছ ব্যবহার করা হয়?
উত্তরঃ গেওয়া।
কর্ণফুলী কাগজ মিলের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় কোন গাছ?
উত্তরঃ বাঁশ।
সিলেট কাগজ মিলের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় কোন গাছ?
উত্তরঃ বাঁশ।
চন্দ্রঘোনা কাগজ মিলের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় কোন গাছ?
উত্তরঃ বাঁশ।
ঘরের ছাউনি হিসেবে ব্যবহার করা হয় কোন গাছ?
উত্তরঃ গোলপাতা।
সাম্পান ও নৌকা তৈরিতে কোন কাঠ ব্যবহার করা হয়?
উত্তরঃ চাপালিশ ও গামারি।
টেক্সটাইল তৈরিতে কোন গাছ ব্যবহার করা হয়?
উত্তরঃ ছাতিম।