এশিয়া মহাদেশ পরিচিতি
April 24, 2021
এশিয়া মহাদেশের আয়তন কত?
উওর: ৪ কোটি ৪৪ লাখ ৯৩ হাজার বর্গকিলোমিটার বা ১,৭১,৭৯,০০০ বর্গমাইল (মোট পৃথিবীর ২৯.৫ ভাগ)।
এশিয়া মহাদেশে কয়টি দেশ আছে?
উত্তর: ৪৮ টি।
এশিয়া মহাদেশের মোট লোকসংখ্যা কত?
উওর: ৪৪২ কোটি ৩২ লাখ (UNFPA-২০১৭)।
আয়তনে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি?
উওর: চীন (৯৫,৬১,০০০ বর্গ কি.মি.)।
আয়তনে এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি?
উওর: মালদ্বীপ (২৯৮ বর্গ কি.মি.)।
জনসংখ্যায় এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
উওর: চীন (প্রায় ১৪০ কোটি ৯৫ লাখ) (UNEPA-২০১৭)
জনসংখ্যায় এশিয়ার ছোট দেশ কোনটি?
উওর: মালদ্বীপ (প্রায় ৪ লক্ষ)।
এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?
উওর: কাস্পিয়ান সাগর (আয়তন ৩,৯৪,২৯৯ বর্গ কি.মি.)
এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
উওর: বৈকাল হ্রদ (গভীরতা ১৬২০ মিটার)।
এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
উওর: ইয়াংসিকিয়াং (দৈর্ঘ্য ৫৯৮০ কি.মি.)।
এশিয়া তথা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উওর: মাউন্ট এভারেস্ট।
মাউন্ট এভারেস্টের উচ্চতা কত?
উওর: ৮,৮৫০ মিটার বা ২৯০৩৫ ফুট।
পৃথিবীর কতভাগ মানুষ এশিয়াতে বাস করে?
উওর: ৬০ ভাগ।
বছরে ৯ মাস বরফে আচ্ছন্ন থাকে এশিয়ার কোন উপকূল?
উওর: উওর উপকূল।
লোহিত সাগর ও সুয়েজখাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে কোন মহাদেশ থেকে?
উওর: আফ্রিকা মহাদেশ থেকে।
মধ্য এশিয়ার সর্ববৃহৎ মুসলিম রাষ্ট কোনটি?
উওর: কাজাকিস্থান (বিশ্বের নবম)।
এশিয়া মহাদেশের প্রায় মধ্যদিয়ে গিয়েছে কোন রেখা?
উওর: ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা।
দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দেশ কোনটি?
উওর: নেপাল, ভূটান,আফগানিস্তান।
এশিয়া ও ইউরোপ মহাদেশকে একত্রে কী বলা হয়?
উওর: ইউরেশিয়া।
জাপান সাগর ও পিত সাগরের মধ্যে অবস্থিত কোন দ্বীপ?
উওর: কোরীয় দ্বীপ।
পারস্য উপসাগরে কোন দ্বীপ অবস্থিত?
উওর: বাহরাইন দ্বীপ।
এশিয়ার সর্ব পশ্চিম বিন্দুকে কী বলা হয়?
উওর: বেবা অন্তরীপ।
চীনের দুঃখ বলা হয় কোন নদীকে?
উওর: হোয়াংহো নদীকে।
পৃথিবীর শীতলতম স্থান কোনটি?
উওর: রিজ-এ (Antarktika)।
পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি?
উওর: আজিজিয়া,লিবিয়া।
পৃথিবীর তথা এশিয়ার বৃহত্তম অরণ্য কোনটি?
উওর: তৈগা।
পৃথিবীর বৃহত্তম রেল পথের নাম কী?
উওর: ট্রান্স সাইবেরিয়ান রেলপথ।
এশিয়া মহাদেশে প্রতি কিলোমিটারে কত লোক বাস করে?
উওর: ৪১ জন।
এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি?
উওর: গোবি মরুভূমি।
এশিয়া মহাদেশ আয়তনে ইউরোপ ও আফ্রিকা কত বড়?
উওর: ইউরোপের সাড়ে ৪ গুণ, আফ্রিকার দেড় গুণ, অস্ট্রেলিয়ার ৬ গুণ।
এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র কোনটি?
উওর: ফিলিপাইন।
এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র কোনটি?
উওর: শ্রীলংকা।
এশিয়ার কোন দেশে সারা বছর বৃষ্টিপাত হয়?
উওর: শ্রীলংকা।
এশিয়ার কোন দেশে আত্মহত্যার পরিমাণ বেশি?
উওর: শ্রীলংকা।
এশিয়ার বৃহত্তম সাগর কোনটি?
উওর: দক্ষিণ চীন সাগর।
পৃথিবীর কোন কোন দেশ দুটি মহাদেশে পড়েছে?
উওর: তুরস্ক ও রাশিয়া (এশিয়া ও ইউরোপ মহাদেশ)।
পৃথিবীর কোন শহরটি দুটি মহাদেশে পড়েছে?
উওর: ইস্তাম্বুল (এশিয়া ও ইউরোপ )।
এশিয়া তথা বিশ্বের কোন গ্রামটি দুটি দেশে অবস্থিত?
উওর: পানমুনজাম গ্রাম (উওর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া )।
এশিয়া মহাদেশে মোট দেশের সংখ্যা কতটি?
উওর: ৪৬ টি।
এশিয়া মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা কতটি?
উওর: ৪৪ টি।
এশিয়া মহাদেশের কোন কোন দেশটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পেলেও স্বাধীন নয়?
উওর: ফিলিস্তিন ও তাইওয়ান।