মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্তঃ ফিন্যান্স ও ব্যাংকিং



মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্তঃ ফিন্যান্স ও ব্যাংকিং
মূলধন জাতীয় ব্যয় কাকে বলে?
উওর: একটা ফার্ম যখন কোন প্রকল্পের টাকা ব্যয় করে এবং তা থেকে এক বছরের বেশি সময় ধরে সুবিধা পায় ঐ ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় বলে।

স্বাধীন প্রকল্প কাকে বলে?
উওর: যে প্রকল্প নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ কোন ভাবেই অন্য প্রকল্পের উপর নির্ভরশীল নয় তাকে স্বাধীন প্রকল্প বলে।

বর্ধিত নগদ প্রবাহ কাকে বলে?
উওর: একটা নতুন বিনিয়োগ করার কারণে অতিরিক্ত যে নগদ প্রবাহ হয় তাকে বর্ধিত নগদ প্রবাহ বলে।

প্রকল্পের ধরন কি কি?
উওর: স্বাধীন প্রকল্প ও পরস্পর বর্জনশীল প্রকল্প।

সুযোগ ব্যয় কাকে বলে?
উওর: বাতিলকৃত বিনিয়োগ থেকে সম্ভাব্য আয়ই হচ্ছে গৃহীত  বিনিয়োগের জন্য সুযোগ ব্যয়।

পুনরুদ্ধার কাল কাকে বলে?
উওর: যে সময় ধরে একটা কোম্পানি একটি সম্পত্তির অবচয় নির্ণয় করে তাকে পুনরুদ্ধার কাল বলে।

প্রান্তিক নগদ প্রবাহ কাকে বলে?
উওর: কোন বিনিয়োগ প্রকল্প শেষ হলে উক্ত প্রকল্পের রক্ষিত অবশিষ্ট  সম্পদ এবং প্রকল্প থেকে প্রাপ্ত অর্থকে প্রান্তিক নগদ প্রবাহ বলে।

পে ব্যাক সময় কাকে বলে?
উওর: প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ যে সময়ের মধ্যে উঠে আসবে তাকে পে ব্যাক সময় বলে।

নিমজ্জিত ব্যয় কাকে বলে?
উওর: অতীতে যে ব্যয় করা হয়েছে এবং যার কোন প্রভাব বর্তমান সিদ্ধান্তের উপর পড়ে না তাকে নিমজ্জিত ব্যয় বলে।

NPV এর পূর্ণরূপ কি?
উওর: Net Present Value।

পরস্পর বর্জনশীল প্রকল্প কাকে বলে?
উওর: একটি প্রকল্প নির্বাচন করা হলে অন্যান্য প্রকল্প বর্জন করা হবে তাকে পরস্পর বর্জনশীল প্রকল্প বলে।

প্রাসঙ্গিক নগদ প্রবাহ কাকে বলে?
উওর: কোন একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হলে আগের চেয়ে অতিরিক্ত নগদ প্রবাহই হচ্ছে প্রাসঙ্গিক নগদ প্রবাহ।

মূলধন বরাদ্দকরণ কাকে বলে?
উওর: সীমিত তহবিল থাকার কারণে একাধিক লাভজনক প্রকল্পে আনুপাতিক হারে বিনিয়োগ করাকে মূলধন বরাদ্দকরণ বলে।

মূলধন ফেরত আসার সময় জানা যায় কোন পদ্ধতির মাধ্যমে?
উওর: পে ব্যাক সময়।

মূলধন নিয়ন্ত্রণ কাকে বলে?
উওর: প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে মূলধন বরাদ্দ দেওয়াকে মূলধন নিয়ন্ত্রণ বলে।

দীর্ঘমেয়াদী প্রকল্প মূল্যায়ন কি করতে হয়?
উওর: ভবিষ্যত আয়ের সাথে বর্তমান আয়ের তুলনা।

মূলধন বাজেটিং এর প্রধান উদ্দেশ্য কি?
উওর: দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা।

যে বাট্টার হার NPV=0  হয় তাকে কি বলে?
উওর: IRR।

নগদ আন্তঃপ্রবাহ ও কর পরবর্তী আয়ের ব্যবধান কে কি বলে?
উওর: অবচয়।

বাট্টার হার IRR এর চেয়ে বেশি হলে বর্তমান নীট মূল্য কি হবে?
উওর: ঋণাত্বক।