মূলধন ব্যয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং



মূলধন ব্যয়ঃ ফিন্যান্স ও ব্যাংকিং
মূলধন ব্যয় কাকে বলে?
উওর: কোন প্রতিষ্ঠান সর্বনিম্ন প্রয়োজনীয় আয়কে মূলধন ব্যয় বলে।

গুরুত্বপ্রদত্ত গড় মূলধন ব্যয় কাকে বলে?
উওর: প্রতিষ্ঠানের সকল মূলধনের খরচ এবং মূলধনের ব্যবহারের গড়ের সমষ্টিকে গুরুত্ব প্রদত্ত মূলধন ব্যয় বলে।

বহিঃ অর্থায়নের তিনটি উৎস কি কি?
উওর: সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র।

দীর্ঘমেয়াদী ঋণের ব্যয় কাকে বলে?
উওর: ধারের মাধ্যমে দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহের পরবর্তী ব্যয়কে দীর্ঘমেয়াদি ঋণের ব্যয় বলে।

কখন সাধারন শেয়ারের ব্যয় সংরক্ষিত তহবিলের ব্যয়ের সমান হয়?
উওর: যখন কোন  ব্যক্তিগত করের হার ও উত্তরণ ব্যয় নেই।

WMCC এর পূর্ণরূপ কি?
উওর: Weight Marginal Cost of Capital।

সংরক্ষিত তহবিল কোন ধরনের উৎস?
উওর: অভ্যন্তরীণ।

বিনিয়োগ সুযোগ তালিকা কাকে বলে?
উওর: কোন প্রতিষ্ঠান সর্বোচ্চ আয়ের থেকে সর্বনিম্ন আয়ের প্রকল্পকে  ক্রমানুসারে সাজানোর প্রক্রিয়াকে বিনিয়োগ সুযোগ তালিকা বলে।

প্রান্তিক গড় মূলধন ব্যয় কাকে বলে?
উওর: অতিরিক্ত এক টাকা মূলধন সংগ্রহ করার জন্য ফার্মের যে  গরম মূলধন ব্যয় হয় তাকে প্রান্তিক গড় মূলধন ব্যয় বলে।

শংকর সিকিউরিটি বলা হয় কোন শেয়ারকে?
উওর: অগ্রাধিকার শেয়ারকে।

নতুন শেয়ার ইস্যু করলে কোন ব্যয় সৃষ্টি হয়?
উওর: উত্তরণ ব্যয়।

ফার্মের মূল্য সর্বোচ্চ হয় কোন মূলধন কাঠামোতে?
উওর: কাম্য মূলধন।

উত্তরণ ব্যয় দীর্ঘমেয়াদি মূলধনের কোন উৎসের ক্ষেত্রে প্রযোজ্য নয়?
উওর: সংরক্ষিত মুনাফা।

মূলধন সম্পত্তির মূল্যায়ন মডেলে ফার্মের প্রত্যাশিত আয়ের  হারের সাথে কিসের সম্পর্ক দেখায়?
উওর: অপরিহারযোগ্য ঝুঁকি।

ভার গুরুত্বের সমষ্টি অবশ্যই কত হবে?
উওর: এক।

কর সুবিধা পাওয়া যায় কোন মূলধনের উৎস ব্যবহার করে?
উওর: ঋণপত্র।

কোন ধরনের ঝুঁকি বিটা দ্বারা প্রকাশ করা হয়?
উওর: নিয়মানুগ ঝুঁকি।

সাধারণ শেয়ার মূলধন ব্যয় কি?
উত্তর: প্রতি শেয়ারে প্রদত্ত লভ্যাংশের শেয়ারের বর্তমান বাজারমূল্য দিয়ে ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় তাই সাধারণ শেয়ার মূলধন ব্যয়।

সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের সূত্র কোনটি?
উত্তর: লভ্যাংশ/মেয়াদ মূল্য।

কোন শেয়ারে বিনিয়োগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ?
উত্তর: সাধারণ শেয়ারে।