আর্থিক বিশ্লেষণঃ ফিন্যান্স ও ব্যাংকিং
April 24, 2021
উত্তর: আর্থিক বিবরণীর বিভিন্ন উপাদানের মধ্যে সম্পর্ক নির্ণয়ের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের সফলতা বা দুর্বলতা অনুসন্ধান করাকে আর্থিক বিশ্লেষণ বলে।
পরিচালন নগদ প্রবাহ কাকে বলে?
উওর: নিট পরিচালন মুনাফার সাথে অবচয় যোগ করে পরিচালন নগদ প্রবাহ পাওয়া যায়।
ফ্রি নগদ প্রবাহ কাকে বলে?
উওর: একটা ফার্ম এর সমস্ত বিনিয়োগ চাহিদা পূরণের পরে যে অবশিষ্ট নগদ অর্থ থাকে তাকে ফ্রি নগদ প্রবাহ বলে।
পরিবর্তনশীল ব্যয় কাকে বলে?
উওর: উৎপাদন বৃদ্ধির সাথে সাথে যে ব্যয় পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে তাকে পরিবর্তনশীল ব্যয় বলে।
কন্ট্রিবিউশন মার্জিন কাকে বলে?
উওর: বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাকে কন্ট্রিবিউশন মার্জিন বলে।
নগদ বহিঃপ্রবাহ কাকে বলে?
উওর: কোন লেনদেনের মাধ্যমে ব্যবসায় হতে নগদ টাকা চলে যায় তখন তাকে নগদ বহিঃপ্রবাহ বলে।
টার্গেট বিক্রিয় কাকে বলে?
উওর: যখন একটা ফার্ম একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট পরিমাণ বিক্রয়ের লক্ষ্য নির্ধারণ করে তখন তাকে টার্গেট বিক্রয় বলে।
কখন লিভারেজের ফলাফল শূন্য হয়?
উওর: যখন কর ও সুদ পূর্ব আয়ের মূল্য সমান হয়।
নগদ আন্তঃ প্রবাহ কাকে বলে?
উওর: কোন লেনদেনের মাধ্যমে ব্যবসায় নগদ টাকা আসলে তখন তাকে নগদ আন্তঃপ্রবাহ বলে।
নগদ গ্রহণ কাকে বলে?
উওর: কোন নির্দিষ্ট আর্থিক বছরে ফার্মের সকল প্রকার নগদ আন্তঃপ্রবাহকে নগদ গ্রহণ বলে।
লিভারেজ কাকে বলে?
উওর: কোন স্থায়ীযুক্ত তহবিল ব্যবহার করে মালিকের আয় পরিবর্তন বা আয় বৃদ্ধি করার প্রবণতাকেই লিভারেজ বলে।
কোম্পানির আর্থিক বিবরণীর বেশি ব্যবহারকারী কারা?
উওর: পাওনাদার।
নগদ প্রবাহ বিবরণীতে কোন হিসাব আসেনা?
উওর: সংরক্ষিত আয়।
ব্রেক even চিত্রের break-even এর নিচের অঞ্চলকে কি বলা হয়?
উওর: ক্ষতি অঞ্চল।
একটি প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ চিত্র কোথায় থাকে?
উওর: আর্থিক বিবরণীতে।
সমচ্ছেদ বিন্দুর নিচে কি হয়?
উওর: ক্ষতি।
International Accounting Standard অনুযায়ী কোন বিবরণী তৈরি করা হয়?
উওর: নগদ প্রবাহ বিবরণী।
সমচ্ছেদ বিন্দু হতে প্রকৃত বিক্রয় দূরত্বকে কি বলে?
উওর: নিরাপত্তা প্রান্ত।
সংরক্ষিত আয় কেন নগদ প্রবাহ বিবরণীতে আসে না?
উওর: প্রতিষ্ঠান নগদের পরিমাণ পরিবর্তন করে না বলে।
সমমূল্যের বন্ড সাধারন শেয়ারে রূপান্তর করা হলে নগদ প্রবাহ বিবরণীর কোন কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়?
উওর: অনগদ অর্থায়ন।
কন্ট্রিবিউশন মার্জিন কি দ্বারা ভাগ করলে কন্ট্রিবিউশন অনুপাত পাওয়া যায়?
উওর: বিক্রয়।