ফিন্যান্স ও ব্যাংকিংঃ অর্থায়নের সূচনা

ফিন্যান্স ও ব্যাংকিংঃ অর্থায়নের সূচনা
অর্থায়ন কাকে বলে?
উওর: অর্থ ব্যবস্থাপনা সংক্রান্ত কলাকৌশল ও বিজ্ঞানকে অর্থায়ন বলে।

একটি ফার্মের চূড়ান্ত লক্ষ্য কি?
উওর: সম্পদ সর্বাধিকরণ।

অর্থায়নের বিষয়বস্তু মূলত কোনটি?
উত্তর: তহবিল বা অর্থ সংগ্রহ ও বিনিয়োগ।

কোন দশকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়?
উওর: ১৯৫০-১৯৬০।

ব্যবসায় অর্থায়ন কাকে বলে?
উওর: ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন,সমন্বয় সাধন,নিয়ন্ত্রণ এবং এগুলোর যথাযথ ব্যবহারকে ব্যবসায় অর্থায়ন বলে।

রাষ্ট্রীয় অর্থায়ন কাকে বলে?
উওর: রাষ্ট্রীয় অর্থব্যবস্থা হলো ঐ বিষয়সমূহের একটি  যা অর্থনীতি ও রাজনীতির সীমার মধ্যে অবস্থিত।

কোষাধ্যক্ষ কাকে বলে
উওর: একটি ফার্মের অর্থসংক্রান্ত কর্মকাণ্ডের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রধানকে কোষাধ্যক্ষ বলে।

আর্থিক ব্যবস্থাপক কাকে বলে?
উওর: যে ব্যক্তি কোম্পানির অর্থ সংক্রান্ত বিষয়াদি তদারকি করে তাকে আর্থিক ব্যবস্থাপক বলে।

মুনাফা সর্বাধিকরণ কাকে বলে?
উওর: কোন প্রতিষ্ঠানের নিট মুনাফা বৃদ্ধিকরণকে মুনাফা সর্বাধিকরণ বলে।

সম্পদ সর্বাধিকরণ কাকে বলে?
উওর: শেয়ারের মূল্যর মাধ্যমে কোন প্রতিষ্ঠানের মালিকের সম্পদ বুঝা যায় কাজেই শেয়ার মূল্য বৃদ্ধিকরণকে সম্পদ সর্বাধিকরণ বলে।

বাণিজ্যিক পত্র কাকে বলে?
উওর: মূলধন বাজারের দলিলকে বাণিজ্যিক পত্র বলে।

প্রারম্ভিক মূলধন কাকে বলে?
উওর: ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের সময় যে মূলধন সংগ্রহ করা হয় তাকে প্রারম্ভিক মূলধন বলে।

অর্থায়নের প্রধান দুটি কাজ কি কি?
উওর: তহবিল বন্টন ও তহবিল সংগ্রহ।

এক কথায় অর্থায়ন বলতে কি বুঝায়?
উওর: অর্থ সংগ্রহ।

রাষ্ট্রের সামগ্রিক চাহিদা কিসের অন্তর্ভুক্ত?
উওর: সামষ্টিক অর্থনীতি।

সম্পদ সর্বোচ্চকরণ নীতির মূল লক্ষ্য কি?
উওর: নিট সম্পদ বৃদ্ধি।

স্টক হোল্ডার কারা?
উওর: যারা কোম্পানির মালিক।

কত সালে আমেরিকার পুঁজিবাজারে বড় ধরনের দরপতন ঘটে?
উওর: ১৯৫০ সালে।

Option Theory  আবিষ্কার  করেন কে?
উওর: ব্ল্যাক এন্ড স্কোলস।

লভ্যাংশ প্রদানের সময় কি কি বিবেচনা করা হয়?
উওর: শেয়ারহোল্ডারদের প্রত্যাশা ও তারল্য।

আর্থিক ব্যবস্থাপকের প্রধান কাজ কি কি?
উওর: তহবিল সংগ্রহ ও বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ।

সামাজিক অর্থনীতিতে অর্থের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদি চাহিদার ক্ষেত্রে ভূমিকা রাখে কে?
উওর: বীমা কোম্পানি।

বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে?
উওর: ফজলে কবীর

সম্পদ বৃদ্ধির জন্য মুনাফা সংরক্ষণ কোন সিদ্ধান্তের অন্তর্গত?
উওর: লভ্যাংশ সিদ্ধান্ত।

সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী?
উত্তর: সমাজকল্যাণ।