ফিন্যান্স ও ব্যাংকিংঃ আর্থিক বাজারের আইনগত দিক সমূহ


আর্থিক  বাজারের আইনগত দিক সমূহ

আর্থিক প্রতিষ্ঠান কাকে বলে?
উওর: আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে মধ্যস্থকারী যারা সঞ্চয়কারী হতে ঋণ গ্রহীতার কাছে তহবিল হস্তান্তর করে।

আর্থিক প্রতিষ্ঠানের ধরণ কয়টি?
উওর: দুইটি।

আর্থিক প্রতিষ্ঠানের ধরণ কি কি?
উওর: আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান ও আমানত অগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান।

ট্রেজারি বিল ইস্যু করে কি?
উওর: সরকার।

মূলধন বাজার কাকে বলে?
উওর: যে বাজারে শেয়ার বন্ড ইত্যাদি ক্রয় বিক্রয় হয় তাকে মূলধন বাজার বলে।

সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে কি বলা হয়?
উওর: ট্রেজারি বন্ড।

অর্থায়নের প্রথম কাজ কোনটি?
উত্তর: তহবিল সংগ্রহ।

পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থার নাম কি?
উওর: বিএসইসি।

ডিএসইতে যে সকল  সিকিউরিটি নিয়ন্ত্রণ হয় তার প্রকৃতি কেমন?
উওর: দীর্ঘমেয়াদী।

কোন ব্যাংক সর্বোচ্চ সুদের হার নির্ধারণ করে দিতে পারে?
উওর: বাংলাদেশ ব্যাংক।

কোন বিলে খেলাপি ঝুঁকি নাই?
উওর: ট্রেজারি বিল।

সমষ্টিগতভাবে অংশীদারি ব্যবসায় অংশগ্রহণকারীদের কি বলা হয়?
উওর: ফার্ম।

চেকে কার স্বাক্ষর থাকা বাধ্যতামূলক?
উওর: আমানতকারীর।

কোন সংস্থার অনুমতি ছাড়া পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করা যাবে না?
উওর: বিএসইসি।

বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো হলে তাকে কি বলে?
উওর: মানি লন্ডারিং।

প্রাথমিক বাজার কাকে বলে?
উওর: যে বাজারে নতুন ইস্যুকৃত বন্ড, অগ্রাধিকার শেয়ার ও সাধারণ শেয়ার ক্রয় বিক্রয় করা হয় তাকে প্রাথমিক বাজার বলা হয়।

বাংলাদেশের প্রচলিত বীমা আইন কত সালের?
উওর: ২০১০ সালের।

FDI  এর  পূর্ণরূপ কি?
উওর: Foreign Direct lnvestment।

বাংলাদেশের প্রচলিত ব্যাংকিং কোম্পানি আইন কত সালের?
উওর: ১৯৯১।

DSE ও CSE  কে নিয়ন্ত্রণ  করে?
উওর: বিএসইসি।

কোম্পানির আয় ও সম্পদের উপর কার দাবি সবার আগে?
উওর: বন্ড হোল্ডারদের।

অংশীদারি আইনের কত ধারায় আদালতের নির্দেশ অনুযায়ী বিলোপসাধনের কথা বলা হয়েছে?
উওর: ৪৪ ধারায়।

মানি লন্ডারিং প্রতিরোধ আইন কত সালের?
উওর: ২০০২ সালের।

দেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে কে?
উত্তর: বাংলাদেশ ব্যাংক।

মুদ্রা বাজারের হাতিয়ার কোনটি?
উত্তর: ট্রেজারি বন্ড।

তারল্য বজায় রাখা কোন বাজারের উদ্দেশ্য?
উত্তর: আর্থিক বাজারের।

শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি?
উত্তর: বিএসইসি।