দীর্ঘমেয়াদী অর্থায়নঃ ফিন্যান্স ও ব্যাংকিং


দীর্ঘমেয়াদী অর্থায়নঃ ফিন্যান্স ও ব্যাংকিং
দীর্ঘমেয়াদী অর্থায়ন কি?
উত্তর: ব্যবসায়ের দীর্ঘমেয়াদি প্রয়োজন মেটানোর জন্য পাঁচ বছরের অধিক সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদি অর্থায়ন বলে।

দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের মেয়াদকাল কত?
উত্তর: ৫ বছরের ঊর্ধ্ব সময়।

দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস কোনটি?
উত্তর: সাধারণ শেয়ার, আগ্রাধিকার শেয়ার, বন্ড, দীর্ঘমেয়াদী ঋণ ও ঋণপত্র।

দীর্ঘমেয়াদি অর্থায়নের অভিনব পদ্ধতি কি?
উত্তর: লিজিং।

দীর্ঘমেয়াদি তহবিলের উৎস কত প্রকার?
উত্তর: ৩ প্রকার।

বর্তমান ইল্ড কাকে বলে?
উওর: কুপন সুদ পরিশোধ কে বন্ডের বর্তমান মূল্য দ্বারা ভাগ করে যে ফলাফল পাওয়া যায় তাকে বর্তমান ইল্ড বলে।

সুদের হার কাকে বলে?
উওর: ঋণদাতা, ঋণগ্রহীতাকে যে হারে টাকা দেয় তাকে সুদের হার বলে।

নামিক সুদের হার কাকে বলে?
উওর: ঋণদাতা, ঋণগ্রহীতাকে যে প্রকৃত হারে টাকা ধার দেয় তাকে নামিক সুদের হার বলে।

কল প্রিমিয়াম কাকে বলে?
উওর: যখন বন্ডের লিখিত মূল্য থেকে কলের মূল্য বেশি হয় তখন ঐ অতিরিক্ত টাকাকে কল প্রিমিয়াম বলে।

ইল্ড টু ম্যাচিউরিটি কাকে বলে?
উওর: একজন বিনিয়োগকারী একটা বন্ড মেয়াদপূর্তি পর্যন্ত ধরে রাখার পরে যে আয় হয় তাকে ইল্ড টু ম্যাচিউরিটি বলে।

অধিকার কাকে বলে?
উওর: যৌথ মূলধনী কোম্পানি তাদের বর্তমান শেয়ারহোল্ডারদের তাদের বর্তমান শেয়ারের অনুপাতে শেয়ার ক্রয়ের যে সুযোগ দিয়ে থাকে তাকে অধিকার বলে।

লভ্যাংশের প্রবৃদ্ধির হার কাকে বলে?
উওর: যে হারে প্রতিবছর লভ্যাংশের হার বৃদ্ধি পায় তাকে লভ্যাংশের প্রবৃদ্ধির হার বলে।

ঝুঁকি মূলধন কাকে বলে?
উওর: প্রবৃত্তির উজ্জ্বল সম্ভাবনার ক্ষেত্রে ব্যবসার শুরুতে  মালিকেরা ব্যক্তিগতভাবে যে মূলধন সরবরাহ করে থাকে ঝুঁকি মূলধন বলে।

গণপ্রস্তাব কাকে বলে?
উওর: যখন কোন কোম্পানি প্রথমবার তার শেয়ার জনসাধারণের কাছে বিক্রি করে তখন তাকে প্রাথমিক প্রস্তাব বা গণপ্রস্তাব বলে।

ট্রেজারি স্টক কাকে বলে?
উওর: কোম্পানি কর্তৃক পুনরায় যে শেয়ারগুলো ক্রয় করা হয়েছে তাকে ট্রেজারি স্টক বলে।

এনজেল ক্যাপিটালিস্ট কাকে বলে?
উওর: মূলত সমৃদ্ধ ব্যক্তিবর্গ  যারা নতুন ব্যবসায় ব্যক্তিগত অর্থায়ন করে থাকে যারা তাদেরকে এনজেল ক্যাপিটালিস্ট বলে।

কোন ধরনের মূলধনের কোন উত্তরণ ব্যয় নেই?
উওর: সংরক্ষিত মুনাফার।

প্রক্সি ভোট কাকে বলে?
উওর: মালিকরা যখন কোন শেয়ারহোল্ডার নিজে ভোটাধিকার  চর্চা না করে অন্য কোন শেয়ারহোল্ডারের কাছে  উক্ত ভোটাধিকার বিক্রয় করে দেয় তখন তাকে প্রক্সি ভোট বলে।

জামানতযুক্ত ঋণপত্রকে কি বলে?
উওর: বন্ড।

কোন ধরনের বন্ডের কোনো সুদ বা কুপন থাকে না?
উওর: জিরো বন্ডের।

কোন ধরনের বন্ডের YTM বের করা যায় না?
উওর: অপরিশোধযোগ্য বন্ডের।

জামানতমুক্ত ঋণপত্রকে কি বলে?
উওর: ডিবেঞ্চার।

কোন ধরনের বন্ডের সুদ আয়কর মুক্ত?
উওর: মিউনিসিপাল বন্ড।

বন্ডের মাধ্যমে অর্থায়ন করলে কোম্পানিকে কি প্রদান করতে হয়?
উওর: লভ্যাংশ।

সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ড কে কি বলে?
উওর: ট্রেজারি বন্ড।

সাধারণ শেয়ার হোল্ডাররা তাদের বিনিয়োগ থেকে কয় ধরনের আয় পেয়ে থাকে!
উওর: দুই ধরনের।

ইস্যুর পর বন্ড সাধারণত কি মূল্যে ক্রয় বিক্রয় হয়ে থাকে?
উওর: বাজার মূল্যে।

মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে?
উওর: শেয়ার।