ঝুঁকি ও মুনাফার হারঃ ফিন্যান্স ও ব্যাংকিং
June 29, 2021
2
উওর: একটা সম্পত্তির ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য থেকে বেশি হয় তাকে মূলধনী আয় বলে।
লভ্যাংশ কাকে বলে?
উওর: কোম্পানির নীট লাভের যে অংশ শেয়ারহোল্ডারদের মাঝে বন্টন করা হয় তাকে লভ্যাংশ বলে।
ঝুঁকি কাকে বলে?
উওর: প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় কম হওয়ার সম্ভাবনা কে ঝুঁকি বলে।
ব্যবসায় ঝুঁকি কাকে বলে?
উওর: প্রতিযোগিতার কারণে ব্যবসায়ীক মুনাফার হ্রাস পাওয়ার যে সম্ভাবনা থাকে ব্যবসায় ঝুঁকি বলে।
বাজার ঝুঁকি কাকে বলে?
উওর: বাজার মূল্যের উঠা নামার কারণে যে ঝুঁকি উদ্ভব হয় তাকে বাজার ঝুঁকি বলে।
সুদের হারের ঝুঁকি কাকে বলে?
উওর: বাজারে সুদের হারের ওঠা নামার কারণে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে সুদের হারের ঝুঁকি বলে।
প্রত্যাশিত আয় কাকে বলে?
উওর: কোন একটা সম্পত্তি থেকে নির্দিষ্ট সময় পর যে আয় প্রত্যাশা করা হয় তাকে প্রত্যাশিত আয় বলে।
তারল্য ঝুঁকি কাকে বলে?
উওর: কোন একটা সম্পদকে সহজে নগদ টাকায় রূপান্তর করতে না পারার সম্ভাবনাকে তারল্য ঝুঁকি বলে।
বিনিময় ঝুঁকি হার কাকে বলে?
উওর: বৈদেশিক মূদ্রার বিনিময় হার ওঠা নামার কারণে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে বিনিময় ঝুঁকি হার বলে।
আদর্শ বিচ্যুতি কাকে বলে?
উওর: পরিমিত ব্যবধান ঝুঁকি পরিমাপের একটি পরিসংখ্যানিক পদ্ধতি যা প্রত্যাশিত আয় হতে সম্ভাব্য মানসমূহের বিচ্যুতি নির্ণয় করে তাকে আদর্শ বিচ্যুতি বলে।
অর্জিত আয় কাকে বলে?
উওর: কোন একটা বিনিয়োগ থেকে একজন বিনিয়োগকারী যথারীতি যে আয়টা পেয়ে গেছে তাকে অর্জিত আয় বলে।
হস্তান্তরযোগ্য ঝুঁকি কাকে বলে?
উওর: যে ঝুঁকি পরিহার করা যায় তাকে হস্তান্তরযোগ্য ঝুঁকি বলে।
বেটা কি?
উওর: বাজার ঝুঁকি পরিমাপের পদ্ধতিকে বেটা বলে।
CAPM এর পূর্ণরূপ কি?
উওর: Capital Asset Pricing Model।
Portfolio অর্থ কি?
উওর: পত্রকোষ।
বিভেদাংক কাকে বলে?
উওর: পরিমিত ব্যবধানকে প্রত্যাশিত আয় দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে বিভেদাংক বলে।
বিমাযোগ্য ঝুঁকি কাকে বলে,
উওর: যে ঝুঁকি বিমা করা যায় তাকে বিমাযোগ্য ঝুঁকি বলে।
অবিমাযোগ্য ঝুঁকি কাকে বলে?
উওর: যে ঝুঁকি বিমা করা যায় না তাকে অবিমাযোগ্য ঝুঁকি বলে।
ঝুঁকিমুক্ত আয় কাকে বলে?
উওর: ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ডের হারকে ঝুকিমুক্ত আয় বলে।
ঝুঁকি অধিহার কাকে বলে?
উওর: বাজার ও ঝুকিমুক্ত আয়ের হারের যে পার্থক্য তাকে ঝুঁকি অধিহার বলে।
ইল্ড কাকে বলে?
উওর: বাৎসরিক বিনিয়োগের উপর আয়ের শতকরা হারকে ইল্ড বলে।
ফটকা ঝুঁকি কাকে বলে?
উওর: যখন কোনো দুর্ঘটনা হতে লাভ বা লোকসান হবে কিনা তা নির্ণয় করা সম্ভব নয় তখন তাকে ফটকা ঝুঁকি বলে।
প্রকল্প ঝুঁকি কাকে বলে?
উওর: একটা নির্দিষ্ট প্রকল্প গ্রহণ করার ফলে একটা কোম্পানি যে ঝুঁকির সম্মুখীন হয় তাকে প্রকল্প ঝুঁকি বলে।
কোন ঝুঁকির কারণে কোম্পানি দ্রুত বিলোপ সাধন বা দেউলিয়া হয়?
উওর: আর্থিক ঝুঁকি।
লভ্যাংশ কাকে বলে?
উওর: কোম্পানির নীট লাভের যে অংশ শেয়ারহোল্ডারদের মাঝে বন্টন করা হয় তাকে লভ্যাংশ বলে।
ঝুঁকি কাকে বলে?
উওর: প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় কম হওয়ার সম্ভাবনা কে ঝুঁকি বলে।
ব্যবসায় ঝুঁকি কাকে বলে?
উওর: প্রতিযোগিতার কারণে ব্যবসায়ীক মুনাফার হ্রাস পাওয়ার যে সম্ভাবনা থাকে ব্যবসায় ঝুঁকি বলে।
বাজার ঝুঁকি কাকে বলে?
উওর: বাজার মূল্যের উঠা নামার কারণে যে ঝুঁকি উদ্ভব হয় তাকে বাজার ঝুঁকি বলে।
সুদের হারের ঝুঁকি কাকে বলে?
উওর: বাজারে সুদের হারের ওঠা নামার কারণে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে সুদের হারের ঝুঁকি বলে।
প্রত্যাশিত আয় কাকে বলে?
উওর: কোন একটা সম্পত্তি থেকে নির্দিষ্ট সময় পর যে আয় প্রত্যাশা করা হয় তাকে প্রত্যাশিত আয় বলে।
তারল্য ঝুঁকি কাকে বলে?
উওর: কোন একটা সম্পদকে সহজে নগদ টাকায় রূপান্তর করতে না পারার সম্ভাবনাকে তারল্য ঝুঁকি বলে।
বিনিময় ঝুঁকি হার কাকে বলে?
উওর: বৈদেশিক মূদ্রার বিনিময় হার ওঠা নামার কারণে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে বিনিময় ঝুঁকি হার বলে।
আদর্শ বিচ্যুতি কাকে বলে?
উওর: পরিমিত ব্যবধান ঝুঁকি পরিমাপের একটি পরিসংখ্যানিক পদ্ধতি যা প্রত্যাশিত আয় হতে সম্ভাব্য মানসমূহের বিচ্যুতি নির্ণয় করে তাকে আদর্শ বিচ্যুতি বলে।
অর্জিত আয় কাকে বলে?
উওর: কোন একটা বিনিয়োগ থেকে একজন বিনিয়োগকারী যথারীতি যে আয়টা পেয়ে গেছে তাকে অর্জিত আয় বলে।
হস্তান্তরযোগ্য ঝুঁকি কাকে বলে?
উওর: যে ঝুঁকি পরিহার করা যায় তাকে হস্তান্তরযোগ্য ঝুঁকি বলে।
বেটা কি?
উওর: বাজার ঝুঁকি পরিমাপের পদ্ধতিকে বেটা বলে।
CAPM এর পূর্ণরূপ কি?
উওর: Capital Asset Pricing Model।
Portfolio অর্থ কি?
উওর: পত্রকোষ।
বিভেদাংক কাকে বলে?
উওর: পরিমিত ব্যবধানকে প্রত্যাশিত আয় দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে বিভেদাংক বলে।
বিমাযোগ্য ঝুঁকি কাকে বলে,
উওর: যে ঝুঁকি বিমা করা যায় তাকে বিমাযোগ্য ঝুঁকি বলে।
অবিমাযোগ্য ঝুঁকি কাকে বলে?
উওর: যে ঝুঁকি বিমা করা যায় না তাকে অবিমাযোগ্য ঝুঁকি বলে।
ঝুঁকিমুক্ত আয় কাকে বলে?
উওর: ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ডের হারকে ঝুকিমুক্ত আয় বলে।
ঝুঁকি অধিহার কাকে বলে?
উওর: বাজার ও ঝুকিমুক্ত আয়ের হারের যে পার্থক্য তাকে ঝুঁকি অধিহার বলে।
ইল্ড কাকে বলে?
উওর: বাৎসরিক বিনিয়োগের উপর আয়ের শতকরা হারকে ইল্ড বলে।
ফটকা ঝুঁকি কাকে বলে?
উওর: যখন কোনো দুর্ঘটনা হতে লাভ বা লোকসান হবে কিনা তা নির্ণয় করা সম্ভব নয় তখন তাকে ফটকা ঝুঁকি বলে।
প্রকল্প ঝুঁকি কাকে বলে?
উওর: একটা নির্দিষ্ট প্রকল্প গ্রহণ করার ফলে একটা কোম্পানি যে ঝুঁকির সম্মুখীন হয় তাকে প্রকল্প ঝুঁকি বলে।
কোন ঝুঁকির কারণে কোম্পানি দ্রুত বিলোপ সাধন বা দেউলিয়া হয়?
উওর: আর্থিক ঝুঁকি।