স্বল্প ও মধ্যমেয়াদি অর্থায়নঃ ফিন্যান্স ও ব্যাংকিং

স্বল্পমেয়াদী অর্থায়ন কাকে বলে?
উওর: এক বছর বা তার কম সময়ের জন্য যে অর্থ তহবিল হয় তাকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলে।

স্বল্পমেয়াদি অর্থায়নের সময়সীমা কত?
উত্তর: এক বছর বা তার কম সময়।

স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস কোনটি?
উত্তর: বিমোচায়িত আর্থিক প্রতিষ্ঠান।

ব্যবসায়ের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য কোন উৎস থেকে অর্থায়ন ফলপ্রসূ?
উত্তর: স্বল্পমেয়াদী অর্থায়নের।

মধ্যমেয়াদি অর্থায়নের মেয়াদকাল কত?
উত্তর: মধ্যমেয়াদি অর্থায়নের মেয়াদকাল হল এক থেকে পাঁচ বছর।

ব্যবসায় ঋণ কাকে বলে?
উওর: ধারে পণ্য বা সেবা ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে ঋণ তৈরি হয় তাকে ব্যবসায় ঋণ বলে।

স্বতঃস্ফূর্ত অর্থায়ন কাকে বলে?
উওর: ব্যবসায় স্বাভাবিক কার্যক্রম সম্পাদন এর ফলে যে অর্থায়ন সৃষ্টি হয় তাকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে।

প্রতিজ্ঞা ফি কাকে বলে?
উওর: যদি গ্রাহক ঘূর্ণায়মান ঋণ এর সম্পূর্ণ অংশ নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহার না করে তবে ঋণের অব্যবহৃত অংশের  উপর যে বাধ্যবাধকতা ফি দিতে হয় তাকে প্রতিজ্ঞা ফি বলে।

প্রাইম সুদের হার কাকে বলে?
উওর: সর্বনিম্ন যে হারে কোন ব্যাংক কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে ঐ হারকে প্রাইম সুদের হার বলে।

বাট্টা ঋণ কাকে বলে?
উওর: যে ঋণের শুধু অগ্রিম প্রদান করতে হয় তাকে  বাট্টা ঋণ বলে।

ফ্যাক্টরিং কাকে বলে?
উওর: যখন কোন প্রতিষ্ঠান কোন ফ্যাক্টর বা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠানের নিকট তার প্রাপ্য বিল বিক্রি করে তখন তাকে ফ্যাক্টরিং বলে।

ফ্যাক্টর কে?
উওর: যে আর্থিক প্রতিষ্ঠান প্রাপ্য বিল ক্রয় করে তাকে ফ্যাক্টর বলে।

Blue chip  শেয়ার  কাকে বলে?
উওর: স্বনামধন্য, সুপ্রতিষ্ঠিত ও বড়  কোম্পানির শেয়ারকে Blue chip শেয়ার বলে।

মুদ্রা বাজার হাতিয়ার হিসেবে কি ব্যবহৃত হয়?
উওর: ব্যাংকের স্বীকৃতিপত্র।

বাণিজ্যিক কাগজের মেয়াদ কতদিন?
উওর: ৭-৩৬০ দিন।

স্বল্পমেয়াদী অর্থায়নের জামানত বিহীন ঋণের উৎস কি?
উওর: ব্যাংকের স্বীকৃতিপত্র।

মুদ্রা বাজার ঋণ কাকে বলে?
উওর: মুদ্রা বাজারে স্বল্পমেয়াদী আর্থিক দলিল ইস্যু করে যে ঋণ সরবরাহ করা হয় তাকে মুদ্রাবাজার ঋণ বলে।

জামানতবিহীন স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ কাকে বলে?
উওর: স্বল্পমেয়াদী যে ব্যাংক ঋণের জন্য কোন জামানতের প্রয়োজন হয়না তাকে জামানত বিহীন স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ বলে।

নগদ চক্র কাকে বলে?
উওর: কোন প্রতিষ্ঠান কাঁচামাল ক্রয়, উৎপাদন, বিক্রয় ও সর্বশেষ  বিক্রয়লব্ধ অর্থ সংগ্রহ করতে যে সময় লাগে তাকে নগদ চক্র বলে।

নগদ আবর্তন কাকে বলে?
উওর: নগদ চক্র বছরের যতবার সম্পন্ন হয় তাকে নগদ আবর্তন বলে।

লিড টাইম কাকে বলে?
উওর: ক্রয় আদেশ দেওয়ার পর গুদামে পণ্য পৌঁছানো পর্যন্ত যে সময় লাগে তাকে লিড টাইম বলে।

সর্বোচ্চ কত দিনের জন্য বাণিজ্যিক কাগজ ইস্যু করা হয়?
উওর: ৩৬০ দিনের জন্য।

ভাসমান ঋণের হার কাকে বলে?
উওর: যে ঋণের সুদের হার  ঋণের শুরুতে প্রাইম সুদের হার অপেক্ষা বেশি নির্ধারণ করা হয়ে থাকে এবং‌ মেয়াদ পূর্ব  পর্যন্ত প্রাইম সুদের হার থেকে বেশি হারটুকু পরিবর্তন হয় তাকে ভাসমান ঋণের হার বলে।