অর্থের সময়মূল্যঃ ফিন্যান্স ও ব্যাংকিং


অর্থের সময় মূল্য কী?
উত্তর: সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময়মূল্য বলে।

ভবিষ্যৎ মূল্য কাকে বলে?
উত্তর: বর্তমানে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করলে মেয়াদ শেষে যে পরিমাণ অর্থ পাওয়া যাবে তাকে ভবিষ্যৎ মূল্য বলে।

অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে কি বলে?
উত্তর: চক্রবৃদ্ধিকরণ।

অর্থের সময় মূল্যের মূল কারণ কি?
উত্তর: সঠিক সিদ্ধান্ত (বিনিয়োগ ও অর্থায়ন)।

অর্থের কোন মূল্য অসমান?
উত্তর: ভবিষ্যত মূল্য।

বর্তমান মূল্য কাকে বলে?
উত্তর: ভবিষ্যতের একটি নির্দিষ্ট পরিমাণে টাকা বাট্টাকরণের মাধ্যমে আজকের বর্তমান মূল্য কত তা নির্ণয় করাকে অর্থের বর্তমান মূল্য বলে।

নামিক সুদের হার কাকে বলে?
উওর: যে সুদের হারের সাথে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা হয়নি তাকে নামিক সুদের হার বলে।

প্রকৃত সুদের হার কাকে বলে?
উওর: যে সুদের হারের সাথে মুদ্রাস্ফীতি সমন্বয় করা হয়েছে তাকে প্রকৃত সুদের হার বলে।

কার্যকরী সুদের হার কাকে বলে?
উওর: কোন বছরের সুদের সাথে বছরের চক্রবৃদ্ধি সংখ্যা সমন্বয়ের পর যে সুদের হার পাওয়া যায় তাকে কার্যকরী সুদের হার বলে।

বার্ষিক শতকরা সুদের হার কাকে বলে?
উওর: কোনো ঋণের চুক্তিপত্র সুদ ছাড়াও অন্যান্য ফি সমন্বয়  করে বার্ষিক ভিত্তিতে যে সুদ ধরা হয় তাকে বার্ষিক শতকরা সুদের হার বলে।

সুদের হার ও মুদ্রাস্ফীতির মধ্যে সম্পর্ক কি রকম?
উওর: সমমুখী সম্পর্ক বিদ্যমান।

কখন বর্তমান মূল্য অধিক পছন্দনীয়?
উওর: যখন সুদের হার শূন্য হবে।

বার্ষিক শতকরা হার গণনা করা হয় কিভাবে?
উওর: প্রিরিয়ডিক সুদের হার কে চক্রবৃদ্ধি সংখ্যা দ্বারা গুণ করে।

মিশ্র নগদ প্রবাহ কাকে বলে?
উওর: যখন ভবিষ্যৎ অনেকগুলো নগদ প্রবাহ হয় এবং নগদ প্রবাহ গুলো অসমান থাকে তখন তাকে মিশ্র নগদ প্রবাহ বলে।

অর্থের ক্রয় ক্ষমতা কাকে বলে?
উওর: কোন নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা একটি  নির্দিষ্ট পরিমাণ পণ্য বা সেবা প্রাপ্তির ক্ষমতাকে অর্থের ক্রয় ক্ষমতা বলে।

স্বাভাবিক বা সাধারণ বার্ষিক বৃত্তি কাকে বলে?
উওর: যদি বছরের শেষে টাকা জমা দেওয়া হয় বা পাওয়া যায়  তাকে স্বাভাবিক বা সাধারণ বৃত্তি বলে।

দেয় বা অগ্রিম বার্ষিক বৃত্তি কাকে বলে?
উওর: যদি বছরের শুরুতে টাকা জমা দেওয়া হয় বা পাওয়া যায় তাকে দেয় বা অগ্রিম বার্ষিক বৃত্তি বলে।

নামিক সুদের হার কাকে বলে?
উওর: যদি নির্দিষ্ট হারে আসল টাকার উপরে সুদ গণনা করা হয় তাকে নামিক সুদের হার বলে।

অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি কাকে বলে?
উওর: এক বছরের মধ্যে দুইবার সুদের হিসাব ভুক্ত করণকে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি বলে।

বহুকালীন চক্রবৃদ্ধি কাকে বলে?
উওর: এক বছরের মধ্যে সুদের বহুবার চক্রবৃদ্ধিকরণকে বহুকালীন চক্রবৃদ্ধি বলে।

সময়রেখা কাকে বলে?
উওর: যে আনুভূমিক রেখার মাধ্যমে একটা বিনিয়োগের নগদ  প্রবাহ বর্ণনা করা হয় তাকে সময়রেখা বলে।

শুধুমাত্র আসলের ওপর যে শুধু ধারণ করা হয় তাকে কি বলে?
উওর: সরল সুদ।