বিখ্যাত বাঁধসমূহ

বিখ্যাত বাঁধসমূহ

বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি?

উত্তরঃ তিস্তা বাঁধ প্রকল্প। 


তিস্তা বাঁধ প্রকল্পের অন্তর্ভুক্ত অঞ্চল হলো?

উত্তরঃ রংপুর ও দিনাজপুর।


তিস্তা বাঁধ কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ লালমনিরহাট জেলায়।


বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?

উত্তরঃ গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প।


বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?

উত্তরঃ বুড়িগঙ্গা।


টিপাইমুখ বাঁধ কোন নদীতে করা হয়?

উত্তরঃ ভারতের বরাক নদীতে।


টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ ভারতের মণিপুর রাজ্যে। বাংলাদেশের সিলেট জেলা থেকে এই বাঁধ ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।


ফারাক্কা বাঁধ কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধ অবস্থিত। 


ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?

উত্তরঃ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ১৮ কিলোমিটার দূরে ফারাক্কা বাঁধ অবস্থিত।


বিভিন্ন নদীর উপর নির্মিত ব্যারেজসমূহ
ক্রমিক নং ব্যারেজের নাম যে নদীর উজানে
তিস্তা ব্যারেজ তিস্তা
ফারাক্কা ব্যারেজ (ভারত) গঙ্গা
মহানন্দ ব্যারেজ মহানন্দ
মনু ব্যারেজ মনু
কালনি ব্যারেজ মুহুরী
খোয়াই ব্যারেজ খোয়াই
মহারানী ব্যারেজ গোমতী