যমুনা নদী


 যমুনা শব্দের অর্থ কি?

উত্তরঃ "যমুনা" শব্দটির অর্থ "যমজ"। এটি একটি সংস্কৃত শব্দ।


১৭৮৭ সালে ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়ে যমুনা নাম ধারণ করে কোথায়?

উত্তরঃ জামালপুরের দেওয়ানগঞ্জে।


যমুনা নদীর পূর্ব বা প্রাচীন নাম কি?

উত্তরঃ জোনাই নদী।


অধিক চরবেষ্টিত নদী কোনটি?

উত্তরঃ যমুনা নদী।


যমুনা নদীর দৈর্ঘ্য কত?

উত্তরঃ ৫০ কিলোমিটার। 


যমুনা নদীর উৎসমুখ বলা হয়?

উত্তরঃ ব্রহ্মপুত্র নদ কে।


যমুনা নদীর উৎপত্তিস্থল কোথায়?

উত্তরঃ হিমালয় শৃঙ্গের কৈলাশ শৃঙ্গের মনস সরোবরে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি । যমুনা মূলত ব্রহ্মপুত্র নদের প্রধান শাখা নদী। ১৭৮৭ সালে ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়ে যমুনা নাম ধারণ করে। 


যমুনা নদী কোথায় পতিত হয়েছে? 

উত্তরঃ রাজবাড়ির গোয়ালন্দ ও মানিকগঞ্জের শিবালয়ের পদ্মা নদীতে।


যমুনা নদী ও পদ্মা নদীর মিলিত স্রোতের নাম কি?

উত্তরঃ পদ্মা নদী।


যমুনা ও পদ্মা নদী কোথায় মিলিত হয়েছে?

উত্তরঃ রাজবাড়ির  গোয়ালন্দে।


বাংলাদেশের কোন নদীতে পাশাপাশি দুই ধরণের স্রোত বিদ্যমান?

উত্তরঃ যমুনা নদীতে।


যমুনা নদীর প্রধান উপনদী কোন গুলো?

উত্তরঃ তিস্তা, ধরাইল, আত্রাই, করতোয়া, বাঙালি প্রভৃতি।


যমুনা ও বাঙালি নদী মিলিত হয়ে যমুনা নাম ধারণ করেছে কোথায়?

উত্তরঃ বগুড়ায়।


যমুনা নদীর প্রধান শাখা নদী কোনটি?

উত্তরঃ ধলেশ্বরী।


যমুনা নদীর প্রধান প্রশাখা নদী কোনটি?

উত্তরঃ বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা।


যমুনা নদীর দীর্ঘতম ও বৃহত্তম উপনদী কোনটি?

উত্তরঃ করতোয়া।