কর্ণফুলী নদী
উত্তরঃ কর্ণফুলী।
মধ্যযুগীয় পুঁথিতে কর্ণফুলী কি নামে পরিচিত ছিল?
উত্তরঃ কাঁইচা খাল।
মারমা উপজাতিদের কাছে কর্ণফুলী নদী কি নামে পরিচিত?
উত্তরঃ কান্সা খিওং নামে।
ভারতের মিজোরামে কর্ণফুলী নদী কি নামে পরিচিত?
উত্তরঃ খাওৎলাং তুইপুই।
কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ ভারতের মিজোরামের লুসাই পাহাড়ে।
কর্ণফুলী নদী বাংলাদেশে প্রবেশ করেছে কোন জেলা দিয়ে?
উত্তরঃ রাঙামাটি।
কর্ণফুলী নদী কোথায় অবস্থিত?
উত্তরঃ রাঙামাটি ও চট্টগ্রাম জেলায়।
কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৩২০ কিলোমিটার (১৯৯ মাইল)।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে?
উত্তরঃ কর্ণফুলী নদীর উপর।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় কত সালে?
উত্তরঃ ১৯৬২ সালে।
কর্ণফুলী নদীর প্রধান উপনদী কোনটি?
উত্তরঃ চেঙ্গি, মাইনী, হালদা, রাখিয়াং, কাসলং, বোয়ালখালী ইত্যাদি।
কর্ণফুলী নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ বঙ্গোপসাগরে।
চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ কর্ণফুলী নদীর।