বাংলাদেশের নদ নদীর উৎপত্তিস্থল


বাংলাদেশের নদ নদীর উৎপত্তিস্থল
গঙ্গা বা পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে।

মেঘনা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ আসামের নাগা মণিপুর পাহাড়ের দক্ষিণ লুসাই পাহাড়।

উৎপত্তিস্থলে মেঘনার নাম কি?    
উত্তরঃ বরাক নদী।

ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ তিব্বতের কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে।

যমুনা নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে। এটি ব্রহ্মপুত্র নদীর প্রধান শাখা।

কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ মিজোরামের লুসাই পাহাড়।

সুরমা নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ মণিপুর পাহাড়ের মাও সংসাং হতে বরাক নদীর উৎপত্তি হয়। যার শাখা নদী হিসেবে বাংলাদেশে সুরমা প্রবেশ করে।

করতোয়া নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ সিকিমের পার্বত্য অঞ্চলে।

সাঙ্গু নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ মায়ানমার বাংলাদেশ সীমান্তবর্তী আরাকান পাহাড়ে।

হালদা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্গ থেকে।

ফেনী নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ  পার্বত্য ত্রিপুরা পাহাড়ে।

মাতামুহুরী নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ লামার মইভার পর্বত থেকে।

তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ সিকিমের পর্বত অঞ্চলে।

মহানন্দ নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ হিমালয় পর্বতমালার মহালদিরাম পাহাড় থেকে।

গোমতি নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ ভারতের ত্রিপুরা পাহাড়ের সাবরুমে।

খোয়াই নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ ত্রিপুরার আঠারমুড়া পাহাড় থেকে।

মুহুরী নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ ত্রিপুরার লুসাই পাহাড় থেকে।

মনু নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ মিজোরামের পাহাড় থেকে।

সালদা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ ত্রিপুরার পাহাড় থেকে।

তিতাস নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ ভারতের ত্রিপুরা রাজ্যের পার্বত্য অঞ্চল থেকে।

ধরলা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ  ভারতের ত্রিপুরা রাজ্যের পার্বত্য অঞ্চল থেকে।