পদ্মা নদী

পদ্মা নদী
পদ্মা নদী ভারতে কি নামে পরিচিত?
উত্তরঃ গঙ্গা।

পদ্মা নদীর পূর্ব নাম কি?
উত্তরঃ নলিনী।

পদ্মা নদীর অপর নাম কি?
উত্তরঃ কীর্তিনাশা।

পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহে।

গঙ্গা নদী বাংলাদেশে কি নামে পরিচিত?
উত্তরঃ পদ্মা নদী।

পদ্মা নদীর দৈর্ঘ্য কত?
উত্তরঃ  ১২০ কিলোমিটার। (বাংলাদেশ ভাগে)

বাংলাদেশে প্রবেশের পর পদ্মা ও ব্রহ্মপুত্র নদ কোথায় মিলিত হয়েছে
উত্তরঃ রাজবাড়ির গোয়ালন্দে।

বাংলাদেশে প্রবেশের পর পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে?
উত্তরঃ মানিকগঞ্জ এর শিবালয়ে।

যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ পদ্মায়। 

পদ্মা নদী কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে?
উত্তরঃ চাঁদপুরে।

হার্ডিঞ্জ ব্রিজ কোন নদীর উপর নির্মাণ করা হয়?
উত্তরঃ পদ্মা নদীর।

হার্ডিঞ্জ ব্রিজ কোথায় অবস্থিত?
উত্তরঃ পাবনা জেলার পাকশীতে।

হার্ডিঞ্জ ব্রিজ কত সালে নির্মাণ করা হয়?
উত্তরঃ ১৯১৫ সালে।

ভারত কোন নদীর উপর ফারাক্কা বাঁধ নির্মাণ করে?
উত্তরঃ গঙ্গা নদীর উপরে।

পদ্মা নদীর প্রধান উপনদী কোনটি?
উত্তরঃ মহানন্দ, পুনর্ভবা, টাঙ্গন, নাগর, কুলিশ প্রভৃতি।

পদ্মা নদীর প্রধান শাখা নদী কোনটি?
উত্তরঃ ভৈরব, মাথাভাঙ্গা, কুমার, আড়িয়াল খাঁ, গড়াই, পশুর, মধুমতি প্রভৃতি।