বাংলাদেশের মৃত্তিকা
মাটি কাকে বলে?
উত্তরঃ ভূ-পৃষ্ঠের সবচেয়ে উপরের স্তরকে মাটি বলে।
মাটির প্রধান উপাদান কয়টি?
উত্তরঃ ৪ টি। যথাঃ খনিজ পদার্থ, জৈব পদার্থ, পানি ও বায়ু।
প্রাকৃতিক ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ পাঁচ ভাগে। যথাঃ ১) পাললিক ২) পাহাড়িয়া ৩) লোহিত/ল্যাটোসেলিক ৪) লবণাক্ত মাটি ৫) কোষ মাটি।
পাললিক মাটি কোথায় পাওয়া যায়?
উত্তরঃ পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র নদী সমূহের শাখা প্রশাখা দ্বারা বাহিত পলি গঠিত সমভূমিতে।
পাহাড়ি মাটি কোথায় পাওয়া যায়?
উত্তরঃ সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে।
বাংলাদেশের কোথায় কোষ মাটি দেখতে পাওয়া যায়?
উত্তরঃ চট্টগ্রাম উপকূল এলাকায়।
কোষ মাটির বৈশিষ্ট্য কি?
উত্তরঃ কোষ মাটি অম্ল প্রকৃতির।
কোষ মাটির বর্ণ কেমন?
উত্তরঃ বাদামী বা হলুদ।
লালমাটিতে কি কি উপাদান থাকে?
উত্তরঃ চুনাপাথর ও কাঁকর।
বাংলাদেশের কোথায় লোহিত মাটি পাওয়া যায়?
উত্তরঃ বরেন্দ্র এবং মধুপুর গড়ে।
ল্যাটোসেলিক মাটির রং কি?
উত্তরঃ লালচে বাদামি।
লোহিত/ল্যাটোসেলিক মাটির প্রধান বৈশিষ্ট্য কি?
উত্তরঃ অম্লতা।
বাংলাদেশের মৃত্তিকা উৎপত্তি হয়েছে কোথায় থেকে?
উত্তরঃ টারশিয়ারি যুগের শিলা, প্লাইস্টোসিন যুগের পলল এবং সম্প্রতিকালের অবক্ষেপ থেকে।
কৃষিকাজে সবচেয়ে উপযোগী মাটি কোনটি?
উত্তরঃ দোআঁশ।
কোন মাটিতে সমান পরিমানে বালি, পলি কাঁদা থাকে?
উত্তরঃ দো-আঁশ মাটিতে।
ফসল উৎপাদনের জন্য কোন মাটি উত্তম?
উত্তরঃ দো-আঁশ মাটি।
কোন মাটির ধারণ ক্ষমতা বেশি?
উত্তরঃ এটেঁল মাটির।
অম্ল মাটি কেমন?
উত্তরঃ অনুর্বর।
কৃষি জমিতে কিসের জন্য সার ব্যবহার করা হয়?
উত্তরঃ মাটির ক্ষারীয়তা বৃদ্ধি করার জন্য বা মাটির অম্লতা হ্রাস করার জন্য।
পচা মাটিতে কোন গ্যাস উৎপাদন হয়?
উত্তরঃ মিথেন গ্যাস।
হিউমাস কি?
উত্তরঃ হিউমাস এক প্রকার জৈব সার যা মাটীর উর্বরতা বৃদ্ধি করে।
হিউমাসের রঙ কেমন?
উত্তরঃ গাঢ় কালো থেকে বাদামি।
হোয়াইট ক্লে কি?
উত্তরঃ সাদা রং এর এক ধরণের উষ্ণ মাটি। এটি ময়মনসিংহের বিজয়পুরে পাওয়া যায়।
বাংলাদেশ মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকায়।