বাংলাদেশের প্রধান প্রধান নদ নদীর শাখা ও উপ নদী

বাংলাদেশের প্রধান প্রধান নদ নদীর শাখা ও উপ নদী
পদ্মা নদীর শাখা নদী গুলো কি কি?
উত্তরঃ মধুমতি, আড়িয়াল খাঁ, ভৈরব, মাথাভাঙ্গা, কুমার, কপোতাক্ষ, শিবসা, পশুর, বড়াল, পড়াই, ইছামতি, নবগঙ্গা, কালীগঙ্গা, চিত্রা, তেঁতুলিয়া, বিষখালী, কীর্তনখোলা, কাউখালী, আগুনমুখা।

পদ্মার উপ নদী কি কি?
উত্তরঃ মহাগঙ্গা, টাঙ্গন, পুর্ভবা, নাগর, কুলিক।

ব্রহ্মপুত্রের শাখা নদী কোনটি?
উত্তরঃ যমুনা।

যমুনার শাখা নদী কি কি?
উত্তরঃ ধলেশ্বরী ও বুড়িগঙ্গা।

যমুনা নদীর উপনদী কি কি?
উত্তরঃ তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, কাঙ্গালী, কালজানি, ডোরসা, যমুনেশ্বরী, দুধকুমার, গঙ্গা, তুলসী, জলঢাকা, নসাব, ছপছাপিয়া, রায়ঢাকা, ধলা, ঘাঘট, বড়াল, ধল, নারদ, বরাইন, শিব।

মেঘনার উপ নদী গুলো কি কি?
উত্তরঃ শীতলক্ষ্যা, গোমতি, ডাকাতিয়া, ধলেশ্বরী, ব্রহ্মপুত্র।
 
কর্ণফুলী নদীর উপ নদী সমূহ কি কি?
উত্তরঃ হালদা, চেঙ্গী, মাসলং, মাইনী, কাপ্তাই, রাখিয়ং, ইছামতি, শিলক, গোয়ালখালী, শ্রীমাই।