ব্যবসায়ের মৌলিক ধারণা - Basic Concept of Business

ব্যবসায়ের মৌলিক ধারণা-Basic Concept of Business
ব্যবসায় কাকে বলে?

উওর: মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য দ্রব্য ও সেবা  উৎপাদন বন্টন ও এর সহায়ক যাবতীয় কাজের সমষ্টিকে ব্যবসায় বলে।


শিল্প কাকে বলে?
উওর: যে কার্য প্রচেষ্টা বা প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং এতে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয় তাকে শিল্প বলে।

বাণিজ্য কাকে বলে?
উওর: শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীর নিকট পৌঁছানোর ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা দেখা দেয়, মুনাফা অর্জনের উদ্দেশ্যে তা দূরীকরণের জন্য গৃহীত যাবতীয় কাজের সমষ্টিকে বাণিজ্য বলে।

কৃষি শিল্প কাকে বলে?
উওর: কৃষি কাজের সাথে জড়িত শিল্পকে কৃষি শিল্প বলে।

প্রজনন শিল্প কাকে বলে?
উওর: অর্থনৈতিক উদ্দেশ্যে নির্বাচিত উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তারকরণ প্রচেষ্টাকে প্রজনন শিল্প বলে।

নিষ্কাশন শিল্প কাকে বলে?
উওর: যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে ভূগর্ভ,পানি বা বায়ু হতে সম্পদ উত্তোলন করা হয় তাকে নিষ্কাশন শিল্প বলে।

নির্মাণ শিল্প কাকে বলে?
উওর: যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট,সেতু,বাধঁ,দালান কোঠা ইত্যাদি নির্মাণ করা হয় তাকে নির্মাণ শিল্প বলে।

প্রস্তুত শিল্প কাকে বলে?
উওর: শ্রম ও যন্ত্রের সাহায্যে বিভিন্ন প্রক্রিয়ায় কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যের প্রস্তুত করার প্রচেষ্টাকে প্রস্তুত শিল্প বলে।

সেবা পরিবেশক শিল্প কাকে বলে?
উওর: যে শিল্প মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত থাকে তাকে সেবা পরিবেশক শিল্প বলে।

ট্রেড বা পন্য বিনিময় কাকে বলে?
উওর: মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় কার্যকে ট্রেড বা পণ্য বিনিময় বলে।

অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে?
উওর: একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে ক্রয়-বিক্রয় কার্য অনুষ্ঠিত হয় তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।

প্রকৃতি অনুযায়ী অভ্যন্তরীণ বাণিজ্য কে কয় ভাগে ভাগ করা যায়?
উওর: দুই ভাগে।

বৈদেশিক বাণিজ্য কাকে বলে?
উওর: দুইটি দেশের মধ্যে বা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যে ক্রয়-বিক্রয় কার্য সম্পাদিত হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলে।

বৈদেশিক বাণিজ্য কয় ধরনের?
উওর: তিন ধরনের। 

আমদানি কাকে বলে?
উওর: বিদেশ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে আনাকে আমদানি বলে।

রপ্তানি কাকে বলে?
উওর: বিদেশের নিকট বা বিদেশী কোন ব্যবসা এর নিকট পণ্য বিক্রয় কার্যক্রম রপ্তানি বলে।

পুনঃ রপ্তানি কাকে বলে?
উওর: বিদেশ থেকে পণ্য সামগ্রী আমদানি করে তা পুনরায় অন্য দেশে রপ্তানি করা হলে তাকে পুনঃরপ্তানি বলে।

খুচরা ব্যবসায় কাকে বলে?
উওর: যে ব্যবসা প্রতিষ্ঠানে পাইকার বা অন্য কোন উৎস হতে পণ্য সংগ্রহ করে তা চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীদের নিকট বিক্রয় করে তাকে খুচরা ব্যবসায় বলে।

পণ্য বিনিময় কাকে বলে?
উওর: মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ও সেবা কর্ম ক্রয়-বিক্রয় কার্যকে পণ্য বিনিময় বলে।

প্রমিতকরণ কাকে বলে?
উওর: পণ্যের ওজন, আকার, রং, গুনাগুন ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে পণ্যের সঠিক মানের সীমা নির্ধারণ কার্যক্রম  প্রমিতকরণ বলে।

উৎপাদনের বাহন বলা হয় কাকে?
উওর: শিল্পকে।

ব্যবসায়ের বণ্টনকারী শাখা কাকে বলা হয়?
উওর: বাণিজ্যকে।

শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
উওর: রূপগত।

ব্যবসায়ের ভূষণ কি? 
উওর: সুনাম।

গুদামজাতকরণ পণ্যের কোন বাধা দূর করে?
উওর: কালগত।

ট্রেড কোন ধরনের বাধা দূর করে?
উওর: স্বত্বগত।

বাজারজাতকরণ প্রসার কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
উওর: জ্ঞানগত।

পণ্য বন্টনে ব্যাংক কোন ধরনের বাধা দূর করে? 
উওর: অর্থগত।

ব্যবসায়ীর দুটি প্রধান কাজ কি?
উওর: উৎপাদন ও বন্টন।

সামাজিক ব্যবসায় ধারণার উদ্ভাবক কে?
উওর: ড. মুহাম্মদ ইউনুস।

বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে সবচেয়ে বেশি অবদান কোন শিল্পের?
উওর: তৈরি পোশাক।

সামাজিক ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কি? 
উওর: দারিদ্র দূরীকরণ।

আখ হতে চিনি উৎপাদন কোন ধরনের শিল্পের অন্তর্গত?
উওর: প্রক্রিয়াভিত্তিক।

কোন প্রতিষ্ঠানের বৃদ্ধি হলে ব্যবসায়ীরা পুঁজি যোগান বাড়াতে পারে?
উওর: ব্যাংক।

সাবান তৈরি কোন শিল্পের অন্তর্গত?
উওর: যৌগিক।

কোন কাজে মুনাফা লাভ বিলম্বে ঘটে?
উওর: শিল্পে।