ব্যবসায় পরিবেশ - Business Environment
পরিবেশ কাকে বলে?
উওর: যে পারিপার্শ্বিকতার মধ্যে মানুষ তার জীবন ধারণ করে তাকেই তার পরিবেশ বলে।
ব্যবসায় পরিবেশ কাকে বলে?
উওর: যে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পারিপার্শ্বিকতার মধ্যে একটা অঞ্চলের ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ গড়ে ওঠে তাকে ব্যবসায় পরিবেশ বলে।
প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ কাকে বলে?
উওর: কোন দেশের জলবায়ু, প্রকৃতি, মৃত্তিকা, সাগর, নদী,আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।
অর্থনৈতিক পরিবেশ কাকে বলে?
উওর: জনগণের আয় ও সঞ্চয় ,অর্থ ও ঋণ ব্যবস্থা, বিনিয়োগ,মূলধন ও জনসম্পদ ইত্যাদির উপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।
সামাজিক পরিবেশ কাকে বলে?
উওর: কোন সমাজের বা জাতির মানুষের সংখ্যা, তাদের ধর্ম,বিশ্বাস,চিন্তাধারার,শিক্ষা-সংস্কৃতি, রীতিনীতি ও দেশীয় ঐতিহ্য মিলিয়ে যে পারিপার্শ্বিকতা গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে।
সাংস্কৃতিক পরিবেশ কাকে বলে?
উওর: একটা সমাজের অভ্যন্তরে দীর্ঘদিনের মানুষের মাঝে কিছু ধারণা বিশ্বাস মূল্যবোধ ও আচরণের ভাবধারা গড়ে ওঠে এর সম্মেলনে ওই সমাজেই পরিবেশের সৃষ্টি হয় তাকে সাংস্কৃতিক পরিবেশ বলে।
ধর্মীয় পরিবেশ কাকে বলে?
উওর: ধর্মীয় বিশ্বাস ,ধর্মীয় অনুশাসন ও আচার আচরণ থেকে কোনো সমাজের অভ্যন্তরে যে পারিপার্শ্বিকতার সৃষ্টি হয় তাকে ধর্মীয় পরিবেশ বলে।
রাজনৈতিক পরিবেশ কাকে বলে?
উওর: দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি ও নীতিমালা ,রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তা ভাবনা,আইন-শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি মিলিয়ে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে।
প্রযুক্তিগত পরিবেশ কাকে বলে?
উওর: বিজ্ঞান ও কারিগরি শিক্ষা সংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার ,প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে একটা দেশের অভ্যন্তরে সৃষ্ট পরিবেশকে প্রযুক্তিগত পরিবেশ বলে।
আইনগত পরিবেশ কাকে বলে?
উওর: দেশী ও আন্তর্জাতিক পর্যায়ে পাস করা বিভিন্ন আইনের সমন্বয়ে একটা দেশে যে পরিমাণ পরিবেশের জন্ম নেয় তাকে আইনগত পরিবেশ বলে।
সরকারের শিক্ষানীতি কোন পরিবেশের উপাদান?
উওর: রাজনৈতিক।
জনসংখ্যা কোন ধরণের পরিবেশের উপাদানের অন্তর্ভুক্ত?
উওর: সামাজিক।
মানবসম্পদ কোন ধরনের পরিবেশের উপাদান?
উওর: অর্থনৈতিক।
জাতীয়তা কোন পরিবেশের উপাদান?
উওর: সামাজিক।
সুনাম কোন পরিবেশের উপাদান?
উওর: অর্থনৈতিক।
নীতি-নৈতিকতা ও মূল্যবোধ কোন ধরনের ব্যবসায় পরিবেশের উপাদান?
উওর: সামাজিক।
জনসংখ্যা ও ঐতিহ্য কোন পরিবেশের অন্তর্ভুক্ত?
উওর: সামাজিক।
কারিগরি শিক্ষা কোন ধরনের পরিবেশের অন্তর্ভুক্ত?
উওর: প্রযুক্তিগত।
বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হিসেবে গড়ে ওঠার পেছনে পরিবেশের কোন ধরনের উপাদানের প্রভাব সবচেয়ে বেশি?
উওর: প্রাকৃতিক।
বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তাহীনতা দূর করণের জন্য পরিবেশের কোন উন্নয়ন ঘটানো আশু প্রয়োজন?
উওর: রাজনৈতিক।
আবাসিক এলাকায় শিল্প স্থাপন না করা কোন পরিবেশের উপাদানের বিষয়?
উওর: আইনগত।
পরিবেশের কোন উপাদানের কারণে চরাঞ্চলে চীনাবাদাম চাষ ভালো হয়?
উওর: প্রাকৃতিক।
ব্যবসায় প্রত্যক্ষ পরিবেশের অভ্যন্তরীণ উপাদান কি?
উওর: ব্যবস্থাপক।
ব্যবসার প্রত্যক্ষ পরিবেশের বাহ্যিক উপাদান কি?
উওর: শ্রমিক-কর্মী।
একটা দেশের অভ্যন্তরীণ বাজার সুবিধা কোন কোন পরিবেশের ফল?
উওর: অর্থনৈতিক ও সামাজিক।
বাংলাদেশের নৌ পথকে ঘিরে একসময় ব্যবসার কেন্দ্রগুলো গড়ে ওঠার পেছনে মুখ্য কারণ কি ছিল?
উওর: নৌপথে পণ্য পরিবহন ছিল স্বল্প ব্যয়সাপেক্ষ।
আবাসিক এলাকায় শিল্প স্থাপন না করার কোন পরিবেশের উপাদানের বিষয়?
উওর: আইনগত।
কোন ধরনের পরিবেশের উপর মানুষের নিয়ন্ত্রণ ক্ষমতা সীমিত?
উওর: প্রাকৃতিক।
জলবায়ু কোন ধরণের পরিবেশের উপাদান?
উওর: প্রাকৃতিক।
খনিজ সম্পদ ও মানবসম্পদ কোন ধরণের পরিবেশের অন্তর্ভুক্ত?
উওর: প্রাকৃতিক ও অর্থনৈতিক।
ফারাক্কার বিরূপ প্রভাব খাটাতে গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন দরকার, বাংলাদেশ এক্ষেত্রে পরিবেশের কোন উপাদানের সমস্যা রয়েছে?
উওর: অর্থনৈতিক।
তুরস্কে প্রচুর ফল জন্মালেও মদ শিল্প গড়ে না ওঠার পেছনে কোন পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষণীয়?
উওর: সামাজিক।
বাংলাদেশের পলিটেকনিক কলেজ গুলো ব্যবসার কোন পরিবেশের উপাদান?
উওর: প্রযুক্তিগত।
পরিবেশ বলতে কি বুঝায়?
উওর: মানুষের জীবন ও কাজে প্রভাব সৃষ্টিকারী পারিপার্শ্বিকতা।