সমবায় সমিতি - Co-operative Society

সমবায় সমিতি - Co-operative Society
সমবায় শব্দের অর্থ কি?

উওর: সম্মিলিত প্রচেষ্টা।


সমবায় সমিতি কাকে বলে?

উওর: পারস্পারিক অর্থনীতির কল্যাণের জন্য সমশ্রেণীর সমমনা কতিপয় মানুষ সমবায় আইনের আওতায় যে প্রতিষ্ঠানে গঠন করে ও পরিচালনা করে তাকে সমবায় সমিতি বলে।


উৎপাদক সমবায় সমিতি কাকে বলে? 

উওর: সমশ্রেণীর উৎপাদনশীল অর্থনৈতিক কল্যাণের জন্য সমবায় সমিতি গঠন করলে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে।


ক্রয় সমবায় সমিতি কাকে বলে? 

উওর: সমশ্রেণীর উৎপাদকগণ তাদের প্রয়োজনীয় উপকরণ একত্রে ক্রয় করে ক্রয় সুবিধা অর্জনের নিমিত্তে সমবায় প্রতিষ্ঠিত করলে তাকে ক্রয় সমবায় সমিতি বলে।


বিক্রয় সমবায় সমিতি কাকে বলে?

উওর: সমশ্রেণীর উৎপাদন বিক্রয় সুবিধা অর্জনের জন্য কোন সমবায় সমিতি প্রতিষ্ঠা করলে তাকে বিক্রয় সমবায় সমিতি বলে।


বহুমুখী সমবায় সমিতি কাকে বলে?

উওর: ক্রয় ,বিক্রয় ,ঋণসহ বিভিন্ন সুবিধা প্রাপ্তির লক্ষ্যে সমবায় সমিতি গঠন করা হলে তাকে বহুমুখী সমবায় সমিতি বলে।


প্রাথমিক সমবায় সমিতি কাকে বলে?

উওর: সাংগঠনিক স্তর বিবেচনায় নিচের স্তরের সমবায়ীগণ যে সমবায় প্রতিষ্ঠা ও পরিচালনা করে তাকে প্রাথমিক সমবায় সমিতি বলে।


কেন্দ্রীয় সমবায় সমিতি কাকে বলে?

উওর: কতিপয় প্রাথমিক সমবায় সমিতি একত্রে হয়ে কোন এলাকার সমবায় প্রতিষ্ঠা করলে তাকে কেন্দ্রীয় সমবায় সমিতি বলে।


পেশাজীবী সমবায় সমিতি কাকে বলে?

উওর: একই পেশার মানুষ নিজেদের আর্থসামাজিক উন্নয়নের জন্য সমবায় সমিতি প্রতিষ্ঠা করলে তাকে পেশাজীবী সমবায় সমিতি বলে।


সমবায় সমিতির উপবিধি কি?

উওর: যে দলিলের সমবায় সমিতির অভ্যন্তরীণ ও বাহ্যিক কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়ম নীতি লেখা থাকে তাকে সমবায় সমিতির উপবিধি বলে।


সংরক্ষিত তহবিল কাকে বলে? 

উওর: সমবায়ের আর্থিক সামর্থ্য তথা বিনিয়োগ বৃদ্ধির জন্য অর্জিত মুনাফা পুরো অংশ শেয়ার হোল্ডারগণ এর মধ্যে বিতরণ না করে অংশবিশেষ যে তহবিল স্থানান্তর করা হয় তাকে সমবায়ের সংরক্ষিত তহবিল বলে।


সমবায়ের উন্নয়ন তহবিল কাকে বলে?

উওর: সমবায় সদস্যদের প্রশিক্ষণদান ও সচেতনতা সৃষ্টিতে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য এর অর্জিত মুনাফা অংশবিশেষ যে তহবিল স্থানান্তর করা হয় তাকে সমবায়ের উন্নয়ন তহবিল বলে।


বাংলাদেশে কত সালের সমবায় আইন চালু রয়েছে?

উওর: ২০০১।


বাংলাদেশ কত সালে সমবায় বিধিমালা চালু রয়েছে?

উওর: ২০০৪।


আইন অনুযায়ী প্রাথমিক সমবায় সমিতি গঠনের নূন্যতম কত জন ব্যক্তি সদস্য থাকতে হয়?

উওর: ২০ জন।


কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতি গঠনের অন্যতম সদস্য সংখ্যা কত?

উওর: ১০ জন।


সমবায় সংগঠনের মুনাফা বণ্টনের ন্যূনতম শতকরা কত ভাগ অর্থ সংরক্ষিত তহবিলে জমা রাখতে হয়?

উওর: ১৫%।


সমবায় সংগঠনের মুনাফা বণ্টনের কত ভাগ অর্থ উন্নয়ন তহবিলে জমা রাখতে হয়?

উওর: ৩%।


সমবায় "একতাই বল" কথাটি কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ?

উওর: ঐক্য।


বার্ড এর প্রতিষ্ঠাতা কে?

উওর: ড.আখতার হামিদ চৌধুরী।


সমবায় সমিতিতে সদস্যদের দায় কেমন থাকে?

উওর: শেয়ার মূলধন পর্যন্ত সীমাবদ্ধ।


ন্যায্যমূল্যে ভোগ্য পণ্য ক্রয়ের উদ্দেশ্যে যে সমিতি গঠন করা হয় তাকে কি বলে?

উওর: ভোক্তা সমবায় সমিতি।


মধ্যস্থ ব্যবসায়ীদের উচ্ছেদে কোন সমিতি অধিক ভূমিকা রাখতে পারে? 

উওর: উৎপাদক।


মধ্যস্বত্বভোগীর শোষণ থেকে রক্ষা পেতে কোন ধরনের ব্যবসায় সংগঠন অধিক উপযোগী?

উওর: সমবায় সমিতি।


সমবায় সমিতি গঠনের উদ্যোগ গ্রহণকৃত কমিটির প্রধান কাজ কি?

উওর: উপবিধি তৈরি।


ভোক্তা সমবায় সমিতিতে সদস্যদের মধ্যে লভ্যাংশ কোন অনুপাতে বন্টিত হয়?

উওর: ক্রয়।


সমবায় একটি ভিন্নধর্মী প্রতিষ্ঠান এর পিছনে মুখ্য কারণ কি?

উওর: উদ্দেশ্যর ভিন্নতা।


সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্য সংখ্যা কতজন হতে পারে?

উওর: ৬,৯ বা ১২।


সমবায়ের ক্ষেত্রে ড.আখতার হামিদ খানের গড়া মডেল কে কি বলে? 

উওর: কুমিল্লা মডেল।


বাংলাদেশের প্রেক্ষিতে গ্রামেগঞ্জে সমবায় গড়ে তোলার অধিক  কারণ কি?

উওর: ঐক্য ও সংহতি সৃষ্টি।