রাষ্ট্রীয় ব্যবসায় - State Enterprise

রাষ্ট্রীয় ব্যবসায় - State Enterprise
রাষ্ট্রীয় ব্যবসায় কাকে বলে?
উওর: রাষ্ট্র কর্তৃক গঠিত বা পরবর্তীতে জাতীয়করণকৃত কোন ব্যবসায় মালিকানা পরিচালনা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের অধীনে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসায় বলে।

জনকল্যাণের উদ্দেশ্য কি?
উওর: জনকল্যাণের উদ্দেশ্য বলতে জনগণের কল্যাণকে সর্বোচ্চ বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার অভিপ্রায়কে বুঝায়।

সম্পদের সুষম বন্টন কাকে বলে?
উওর: সমাজের বিশেষ একটা শ্রেণীর হাতে কেন্দ্রীভূত না হয় তা নিশ্চিত করতে সম্পর্কে সবার মাঝে ছড়িয়ে দেয়ার প্রয়াসকেই সম্পদের সুষম বন্টন বলে।

সুষম শিল্পায়ন কাকে বলে? 
উওর: এক ধরনের ব্যবসা গড়ে না তুললে বা দেশের একটা অঞ্চলের শিল্প কেন্দ্র না করে সর্বোত্তম সকল ধরনের শিল্প গড়ে তোলাকে সুষম শিল্পায়ন বলে।

ওয়াসা কাকে বলে?
উওর: বাংলাদেশের মেট্রোপলিটন শহর এলাকায় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন সুবিধা প্রদানের দায়িত্ব পালনকারী সরকারি প্রতিষ্ঠানের নাম হলো ওয়াসা।

বাংলাদেশ ডাক বিভাগ কাকে বলে? 
উওর: ডাক বিভাগ সংশ্লিষ্ট পণ্য বা সেবা জনগণের নিকট পৌঁছে দেয়ার জন্য সরকারি মালিকানাধীন গুরুত্বপূর্ণ বিভাগকেই ডাক বিভাগ বলে।

বাংলাদেশ রেলওয়ে কি?
উওর: রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে সাশ্রয়ী মূল্যে যাত্রী ও মালামাল পরিবহন সুবিধা করে তা র জন্য সরকারি মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠানই হলো বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা কাকে বলে?
উওর: রসায়ন শিল্প সংশ্লিষ্ট সার,কাগজ ও ট্যানারি শিল্প পরিচালনার জন্য বাংলাদেশ দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা কে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা বলে।

বাংলাদেশ সড়ক পরিবহণসংস্থা কি?
উওর: সাশ্রয়ী মূল্যে সড়ক পথের যাত্রী ও পণ্য পরিবহনের সরকারি দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানকে বাংলাদেশ সড়ক পরিবহণ সংস্থা বলে।

বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কি?
উওর: বাংলাদেশ পর্যটন শিল্পের বিকাশে নেতৃত্বদান, হোটেল-মোটেল প্রতিষ্ঠা ও পরিচালনায় ইত্যাদি দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠানকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বলে।

বাংলাদেশ টেলিগ্রাফ এন্ড টেলিফোন বোর্ড কি?
উওর: বাংলাদেশের স্থায়ী টেলিফোন সঞ্চালন লাইন প্রতিষ্ঠিত  পরিচালনা সংযোগ প্রদান এবং ইন্টারনেট আন্তঃসংযোগ ইত্যাদি সুবিধা প্রদানের দায়িত্বে নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান হল বাংলাদেশ টেলিগ্রাফ এন্ড টেলিফোন বোর্ড বলে।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা কি?
উওর: নতুন নতুন প্রযুক্তি ব্যবহার ও কার্যক্রম গ্রহণের মাধ্যমে চিনিকলগুলোর আধুনিক নিশ্চিত করে চিনি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় সরকারি সংস্থাটি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা বলে।

সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায় কাকে বলে?
উওর: সরকারি-বেসরকারি যৌথ সামর্থ্য সহযোগে প্রতিষ্ঠিত ব্যবসায়ী কার্যক্রমকে সরকারি বেসরকারি অংশীদারিত্বভিত্তিক ব্যবসা বলে।

PPP এর পূর্ণরূপ কি?
উওর: Public Private Partnership.

BCIC এর পূর্ণরূপ কি?
উওর: Bangladesh Chemical Industries Corporation.

BRTC এর পূর্ণরূপ কি?
উওর: Bangladesh Road Transport Corporation.

BTTB এর পূর্ণরূপ কি?
উওর: Bangladesh Telegraph and Telephone Board.

BSFIC এর পূর্ণরূপ কি?
উওর: Bangladesh Sugar and Food Industries Corporation.

রাষ্ট্রীয় ব্যবসায় নূন্যতম কত শতাংশ শেয়ার  সরকারের  মালিকানায় থাকে?
উওর: ৫১।

রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য কি?
উওর: জনকল্যাণ।

কর্ণফুলী পেপার মিল কোন সংস্থার অন্তর্ভুক্ত?
উওর: বিসিআইসি।

বাংলাদেশ সড়ক পরিবহণ সংস্থা নিয়ন্ত্রণ ও পরিচালনা করে কে? 
উওর: যোগাযোগ মন্ত্রণালয়।

রাষ্ট্রপতি অধ্যাদেশ বলে গঠিত কোম্পানি কি?
উওর: বিধিবদ্ধ।

টেলিটক কোন ব্যবসায়ের অন্তর্গত? 
উওর: রাষ্ট্রীয় ব্যবসায়।

যমুনা সার কারখানা কোন সংস্থার অধীনে?
উওর: BCIC.

WASA এর কার্যক্রম কয়টি মেট্রোপলিটন শহরের বিস্তৃত?
উওর: ৪টি।

বাংলাদেশে প্রচলিত সবচেয়ে পুরনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কি?
উওর: বাংলাদেশ ডাক বিভাগ।

বাংলাদেশের রেলওয়ে চালু হয়েছিল কোন আমলে?
উওর: ব্রিটিশ আমলে।

বাংলাদেশে কয় ধরনের রেলওয়ে লাইন চালু রয়েছে?
উওর: তিন।

বাংলাদেশের রসায়ন শিল্প সংস্থা কত সালে গঠিত হয়?
উওর: ১৯৭৬ সালে।

বাংলাদেশ রসায়ন শিল্প এখন কোন ধরনের পণ্য বেশি উৎপাদিত হয়? 
উওর: চামড়া শিল্প।

ব্রডগেজ ও মিটারগেজ  কোন  পরিবহন ব্যবস্থার সাথে সম্পর্কযুক্ত?
উওর: রেল।

বাংলাদেশের কত সালে‌ PPP নীতি কার্যকর রয়েছে?
উওর: ২০১০।

রাষ্ট্রীয় নিরাপত্তা বিবেচনায় কোন খাতটি রাষ্ট্রীয় মালিকানায় থাকা বেশি গুরুত্বপূর্ণ?
উওর: সমরাস্ত্র কারখানা।

রাষ্ট্রীয় ব্যবসায় গঠন এর পিছনে সবচেয়ে  বড় কারন হিসেবে গণ্য হয় কি? 
উওর: জনগণের মঙ্গল বিধান।

বড় ধরনের প্রকল্প বাস্তবায়নে কোন সংগঠন বাংলাদেশ অধিক কল্যাণকর হতে পারে?
উওর: PPP ব্যবসায়।